বাকেরগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে উপজেলা দিবস পালিত

জাহিদুল ইসলাম, (বাকেরগঞ্জ) বরিশালঃ

 

২৩/১০/২০২২ ইং রবিবার বাকেরগঞ্জে জাতীয় পার্টির উদ্যোগে পৌরসভার সদর রোডস্থ জাতীয় পার্টির কার্যালয়ে সকাল ১১ টায় উপজেলা দিবস উপলক্ষে মিলাদ, বর্নাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

 

এসময় সভায় উপস্থিত বক্তারা প্রায়ত রাষ্ট্রপতি  হুসেইন মুহাম্মদ এরশাদের রাষ্ট্র-উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বলেন, আজকের এই দিনে উপজেলা ব্যবস্থার প্রবর্তন করা হয়। যার সুফল এখন সারা দেশের প্রতিটি মানুষ ভোগ করছেন। তারা আরো বলেন মরহুম এরশাদের সময় দেশের উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়। তার বিচক্ষণ নেতৃত্বের কারনেই তিনি এখনো প্রতিটি মানুষের হৃদয়ে বেঁচে আছেন। অন্যায়ের বিরুদ্ধে তার অবস্থান ছিলো অনেক সুস্পষ্ট, আজকের মতো ছিলোনা প্রতিহিংসার রাজনীতির দাবানল। তার মৃত্যুতে দেশবাসী হারিয়েছেন একজন সত্যিকারের দেশপ্রেমিক। আজকের তার সেই ত্যাগের বিনিময় অর্জিত উপজেলা দিবসে স্বরণে তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি, উপজেলা দিবসে তার রেখে যাওয়া জাতীয় পার্টির নেতৃত্বে দেশের জমগনের কল্যানে লড়াই চালিয়ে যাবার অঙ্গিকার ব্যক্ত করেন।

 

এসময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক মানিক হোসেন হাওলাদার, বিপ্লব মিত্র, সহিদুল ইসলাম, দপ্তর সম্পাদক ফিরোজ আলম, উপজেলা জাতীয় পার্টির আলম ভূইয়া, রঙ্গশ্রী ইউনিয়ন জাতীয় পার্টির সাধারন সম্পাদক কামাল হোসেন হাওলাদার, ছাত্র সমাজের সভাপতি স্বপন গাজী, ভরপাশা ইউনিয়নের সাবেক মেম্বার মন্টু গাজী সহ জাতীয় পার্টির বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দরা।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উপজেলা দিবস * জাতীয় পার্টি
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ