পর্যটকদের দৃষ্টি কেড়েছে লাল শাপলার বিকি বিল

রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:

 

ভাটির জনপদ হাওর এলাকায় পুরো হাওরে লাল গালিচার মনোমুগ্ধকর প্রাচীন বাংলার জনপদ হলহলিয়া রাজবাড়ির পাশে লাল শাপলার বিকি বিল। যা হলহলিয়া চকের খাঁশ খতিয়ান ভুক্ত ১৩ একর জলাভূমি নিয়ে বিস্তৃত রয়েছে। বিকি বিলে লাল শাপলার বিপুল সমারোহের কারণে পর্যটকদের দৃষ্টি কেড়েছে।

 

বিকিবিল, তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের কাশতাল, বোরোখাড়া ও আমবাড়ি গ্রাম নিয়ে অবস্থিত।উত্তরে মেঘালয় রয়েছে পাহাড় যা প্রতিনিয়ত পর্যটকদের আকৃষ্ট করছে। বাদাঘাট টেকেরঘাট সড়কের ধারে অবস্থিত বিকি বিলে প্রায় দেড় যুগ ধরে নিয়মিত ভাবে শাপলা ফুল ফুঠে স্থানীয়দেরকেও মুগ্ধ করে আসছে লাল শাপলার বিকি বিল।

 

‘সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধীরে ধীরে পর্যটকদের দৃষ্টি কারে লাল শাপলার বিকি বিল। ভোর সকাল ৬ টায় পুরো হাওর ঝুরে লাল শাপলার মনোমুগ্ধকর মিলন মেলা দেখা যায় বিকি বিলে। এমন দৃষ্টিনন্দন পরিবেশে আশেপাশের কয়েকটি গ্রামকে আলোয় আলোকিত করে দিয়েছে এ বিকি বিল।’

 

স্থানীয়রা বলেন, বর্ষা কালের শুরু থেকে বিকি বিলের জীববৈচিত্র্যর সংরক্ষণ ব্যবস্থাপনা করে রাখলে বিকি বিলের সৌন্দর্য্য আরো বৃদ্ধি পেত। পর্যটকগন এসে একটি সুন্দর সমৃদ্ধ মনোরম পরিবেশ ফিরে পেতেন।’

 

‘নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক সু-শীল সমাজ প্রতিনিধি প্রতিবেদককে বলেন, বিকি বিলের সৌন্দর্য্য আরো ভালো থাকতো, কিছু স্থানীয় প্রভাবশালী লোকজন গরু-ছাগলের খাদ্য হিসেবে প্রতিদিন ছোট ছোট নৌকা দিয়ে বিলে থাকা লাল শাপলা গুলো কেটে নিয়ে যাচ্ছেন। তিনি আরো বলেন, প্রশাসনের নজরদারি থাকলে এভাবে উজাড় হয়ে যেত না আমি উপজেলা প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি।’

 

বিকিবিলে আসা পর্যটকগণ বলেন, তাহিরপুর উপজেলায় আরো একটি সম্ভাবনাময় নতুন পর্যটন কেন্দ্র আছে জানতে পারলাম তাই আমরা বিকিবিলে আসলাম। এসে অনেক ভালো লাগলো। উত্তরে ওপারের ভারত মেঘালয়ের প্রাকৃকিত সৌন্দর্য্য আর বিকিবিলের অপার সৌন্দয্য আমাদেরকে মনোমুগ্ধ করেছে।

 

বিকিবিলে যেভাবে যাবেন, জেলা শহর সুনামগঞ্জের আব্দুর জহুর সেতু থেকে মোটর সাইকেল অথবা সিএনজি দিয়ে সরাসরি মিয়ারচর (নৌকা) খেয়াঘাটে চলে আসবেন। তারপর সেখান থেকে মোটর সাইকেল দিয়ে বাণিজ্যকেন্দ্র বাদাঘাট বাজার হয়ে সরাসরি কাশতাল সড়কের পাশে চোকের পলকে দেখা মিলবে দৃষ্টি নন্দন লাল শাপলার বিকিবিলের।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * সুনামগঞ্জ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ