শ্বাস নালিতে টিউমার স্বামীর চিকিৎসায় আর্থিক সহযোগীতা চেয়েছেন স্ত্রী
রাহাদ হাসান মুন্না, তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি:
শ্বাস নালিতে দূরারোগ্য টিউমার নিয়ে মানবেতর জীবন-যাপন করছেন, সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ৩ নং দক্ষিণ বড়দল ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কামারকান্দি গ্রামের আলী মুর্তূজা (৬৫)।
জানাগেছে, গত আট মাস ধরে শ্বাস নালিতে টিউমার নিয়ে কোর রকম ভাবে বেঁচে আছেন কামারকান্দি গ্রামের আলী মর্তুজা। তিনি কামারকান্দি গ্রামের মসজিদে মুয়াজ্জিনের দায়িত্বে ছিলেন গলায় রোগ জনিত কারনে প্রায় ১১ মাস ধরে মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অসবরে রয়েছন ৬৫ বছরের আলী মর্তুজা। তিন মেয়ে সন্তান, স্ত্রী রয়েছে তার। সংসার চালানোর এক মাত্র ব্যক্তি তিনি। মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অবসর নেয়ার পর স্ত্রী সুফিয়া বেগম কয়েক মাস ধরে সংসারের খরচ চালাতে হিমসিম খাচ্ছেন। পরিবারের হাল ধরার মত কোন সদস্য না থাকায় মানবেতর জীবন-যাপন করছেন তার পরিবারের সদস্যরা। ধারদেনা করে সুনামগঞ্জ সদরে চিকিৎকের স্বরনাপন্ন হয়ে গলার পরীক্ষা করানো হলে টিউমার ধরা পড়ে ৬৫ বছরের মর্তুজা আলীর । ‘মর্তুজা আলী মাথাগোজার ঠাঁই ছাড়া আর কোন সম্পত্তি না থাকায় শ্বাস নালির চিকিৎসা করাতে পারছেন না তা পরিবারের লোকজন।’
আলী মর্তুজার স্ত্রী সুফিয়া বেগম প্রতিবেদককে বলেন, আমার স্বামীর গলার সমস্যা জনিত কারণে গ্রামের মসজিদের মুয়াজ্জিনের দায়িত্ব থেকে অবসর নেন, এর পর থেকে কোন রকম ভাবে এক মেয়েকে নিয়ে মানবেতর ভাবে চলছে আমাদের সংসার। বাড়িতে থাকা গরু, নৌকা, মেয়ের কানের ফুল, একটা আম গাছ ছিলো স্বামীর চিকিৎসা করানোর জন্য বিক্রি করে চিকিৎসা করিয়েছি। এখন আর কোন কিছু বিক্রি করার মত নেই আমাদের। শুধূ মাথা গোঁজার মত একটু জায়গা আছে রয়েছে একটি জরাজীর্ণ ঘর। আমার স্বামীর চিকিৎসা করার জন্য ১ লাখ টাকা খরচ লাগে। এমন খরচ বহন করার মত আমাদের টাকা অথবা কোন সম্পত্তি নেই। আমার স্বামীকে আমি বাঁচাতে চাই, তাই দয়াবান,দানবীর ভাই/বোনদের নিকট আমার আকুল আবেদন আমার স্বামীর চিকিৎসা করার জন্য আর্থিক সহযোগিতা কামনা করছি আমি। (সহযোগিতার জন্য বিকাশ নাম্বার ০১৭৭৯-৬৪৫৫০২)।
উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা সিন্ধু চৌধুরী বাবুল প্রতিবেদকে বলেন, তাহিরপুর সদরে সরকারী চিকিৎসা সেবা রয়েছে সেখান থেকে সেবা নিতে পারেন তারা।