নড়াইলে ‘এস এম সুলতান নৌকা বাইচ’ উপলক্ষে প্রেস ব্রিফিং
শরিফুল ইসলাম, নড়াইলঃ
গ্রাম বাংলার ঐতিহ্য ও শিল্প সংস্কৃতিকে সর্বজনীন করার উদ্দেশ্যে বিশ্ব বরেণ্য চিত্রশিল্পী এস এম সুলতান নামে নড়াইলের ঐহিত্যবাহী চিত্রা নদীতে ‘এস এম সুলতান নৌকা বাইচ’ প্রতিযোগীতা-২০২২ উপলক্ষে এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ অক্টোবর) জেলা প্রশাসন ও শিল্প এস এম, সুলতান ফাইন্ডেশনের আয়োজনে নড়াইল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রেস বিফিং অনুষ্ঠিত হয়। জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান জানান, আগামী ২২ অক্টোবর শনিবার দুপুর ২টায় নড়াইল এর চিত্রা নদীতে শেখ রাসেল ব্রীজ থেকে এস এম সুলতান সেতু পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার নৌকাবাইচ অনুষ্ঠিত হবে এবং এ নৌকা বাইচে দেশের বিভিন্ন এলাকার ২০ টি নৌকা বাইচে অংশ গ্রহণ করবে। এর মধ্যে টালাই গ্রুপে ৩টি নৌকা, কালাই গ্রুপে ১১টি, মহিলা গ্রুপে ৪ টি এবং নতুন সংযোজন মাদারীপুরের ২টি সোনার অলংকৃত সোনারতরী নৌকা থাকবে।
নড়াইল শহরের শেখ রাসেল ব্রীজ এর নিচে চিত্র নদীর পাড়ে উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং বাইচ শেষে ঐতিহ্যবাহী বাঁধাঘাট চত্বরে পুরস্কার বিতরণ করা হবে। নৌকা বাইচের উদ্বোধন ও পুরস্কার বিতরণ করবেন প্রধান অতিথি খুলনা বিভাগীয় কমিশনার জিল্লুর রহমান চৌধুরী এবং বিশে অতিথি থাকরেন খুলনা রেঞ্জের ডিআইজি ড.খঃ মহিদউদ্দিন, বিপিএম (বার) জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান এর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফকরুল হাসান, নেজারত ডেপুটি কালেক্টও মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়া, জেলা তথ্য কর্মকর্তা ইব্রাহীম আল মামুন, নড়াইল প্রেসক্লাবের সভাপতি এনামুল কবির টুকু, নৌকা বাইচ কমিটির কর্মকর্ত মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, অ্যাডঃ আলমগীর সিদ্দিকী, কর্মকর্তাগণ, বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদিকরা এ সময় উপস্থিত ছিলেন।