ঘোড়াঘাটে তোষাই শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন পালন

মনোয়ার বাবু, ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ

 

দিনাজপুরের ঘোড়াঘাটে তোষাই শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট ছেলে শহীদ শেখ রাসেলের ৫৯তম জন্মদিন পালিত হয়েছে।

 

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) বেলা ১২ টায় বিদ্যালয় মাঠে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ শেষে, কেক কেটে আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, দোয়া অনুষ্ঠান ও তবারক বিতরণ করা হয়।

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট ভাই শেখ রাসেল ১৯৬৪ সালের এই দিনে ধানমণ্ডির ঐতিহাসিক স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু ভবনে জন্মগ্রহণ করেন।

 

এসময় উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক, নূর আইটি কর্ণার এর স্বত্বাধিকারী, সফল উদ্যোক্তা, ফ্রিল্যান্সার ও তোষাই শেখ রাসেল বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা আজিজার রহমানের বড় ছেলে মোঃ নুরুন্নবী, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুরমা আক্তার,সহকারী শিক্ষক আবু বকর, রাসেল আহমেদ, মিলি আকতার, স্বপ্না আক্তার, শিক্ষার্থীদের অভিভাবক, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

 

উল্লেখ্য, ১৯৭৫ সালের ১৫ আগস্ট মানবতার শত্রু ঘৃণ্য ঘাতকদের নির্মম বুলেট থেকে রক্ষা পাননি শিশু শেখ রাসেল। বঙ্গবন্ধুর সাথে নরপিশাচরা নির্মমভাবে তাকেও হত্যা করেছিল। তিনি ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলের চতুর্থ শ্রেণির ছাত্র ছিলেন।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * শেখ রাসেল
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ