বাকেরগঞ্জে গাছের ফল ছেড়াকে কেন্দ্র করে আপন ভাইদের হামলায় ছোট ভাই আহত, থানায় অভিযোগ
জাহিদুল ইসলাম, বাকেরগঞ্জ প্রতিনিধিঃ
বাকেরগঞ্জের কলসকাঠীর পূর্ব বেবাজ গ্রামের মৃত্যু রশিদ সিকদারের ছোট পুত্রকে পিটিয়ে রক্তাক্ত জমখ করে বাড়ির আঙ্গিনায় ফেলে রেখেছেন তার আপন ভাইরা ও তাদের স্ত্রীরা।
অভিযোগ সুত্রে জানা যায় ১৬/১০/২০২২ ইং রবি বার বিকাল ৫:৩০ মিনের সময় তাদের বাড়ির আঙ্গিনায় রোপনকৃত ফল গাছ থেকে ফল পারাকে কেন্দ্র করে মৃত্যু রশিদ সিকদারের ছোট পুত্র ওহিদুজ্জামান রিপনের উপর হামলা চালিয়ে রক্তাক্ত জখম করে তাকে বাড়ির উঠানে আহত অবস্থায় ফেলে রাখে। আহত রিপন ও তার পরিবারের ডাক চিৎকার শুনে বাড়ির অন্য লোকজন উদ্ধার করে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
আহত ওহিদুজ্জামান রিপন সাংবাদিকদের জানান তার আপন বড় ভাই লিটন শিকদার ও ছোট ভাই মিন্টু শিকদারসহ তাদের স্ত্রীরা তার উপর হামলা চালিয়ে তাকে বাড়ির উঠানে ফেলে রেখে । এর আগেও তারা একবার স্ত্রীকে মারধর করে আহত করেছে। সে বিষয়ে বাকেরগঞ্জ থানায় একখানা লিখিত অভিযোগ হিসাবে গন্য আছে। ওই বিষয়টি নিয়ে সালিশ বৈঠকের সব আয়োজন চূড়ান্ত হলে, তারা সালিশ বৈঠকে যাবার আগেই আমাকে মেরে ফেলার উদ্দেশ্যে হামলা চালিয়েছে। আহত রিপন জানান আমি জীবন নিয়ে ভয়ে আছি, আমাকে মেরে ফেলার জন্য একেরপর এক হামলা করা হচ্ছে । আমি প্রশাসনের সু-দৃষ্টি কামনা করছি। এবিষয়ে আমি বাকেরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করছি।
বাকেরগঞ্জ থানার ওসি তদন্ত সত্য রঞ্জন খাসকেল জানান, আমরা একটি লিখিত অভিযোগ পেয়েছি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।