সারিয়াকান্দিতে জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন রশিদ ফারাজী

পলাশ মন্ডল, সারিয়াকান্দি প্রতিনিধিঃ

 

বিপুল ভোটের ব্যবধানে বগুড়া জেলা পরিষদের সদস্য নির্বাচিত হলেন উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ ফারাজী।

 

তিনি বগুড়া জেলা পরিষদের ১১ নং ওয়ার্ড (সারিয়াকান্দি) থেকে নির্বাচিত হলেন। তিনি উটপাখি প্রতীকে পেয়েছেন ৭৪ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বি আব্দুল খালেক দুলু (হাতি মার্কা) পেয়েছেন ৪৭ ভোট। অপরদিকে সংরক্ষিত মহিলা সদস্য পদে লাবনী সরকার (ফুটবল মার্কা) ১৪৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

 

সোমবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ সভাকক্ষে ইভিএমের মাধ্যমে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে ১৪৬ জন ভোটারের মধ্যে ১৪৫ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। নির্বাচন শেষে প্রিজাইডিং অফিসার রবিউল ইসলাম ফলাফল ঘোষণা করেন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * বগুড়া জেলা পরিষদ নির্বাচন
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ