পূজার ছুটি শেষে আজ খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়
আবু হানিফ, জবি প্রতিনিধিঃ
দুর্গাপূজা, ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) ও লক্ষ্মীপুজা উপলক্ষে ১০ দিনের ছুটি শেষে আজ ১০ অক্টোবর (সোমবার) খুলছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়। গত ২৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ২ অক্টোবর ( রবিবার) হতে ৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস এবং ৫ অক্টোবর (বুধবার) হতে ৯ অক্টোবর (রবিবার) পর্যন্ত সকল ইনস্টিটিউট, বিভাগ ও প্রশাসনিক দপ্তর বন্ধ থাকার বিষয়টি জানানো হয়।
ক্যাম্পাস বন্ধ থাকলেও বিশ্ববিদ্যালয়ের জরুরি পরিসেবা (বিদ্যুৎ, পানি, গ্যাস, টেলিফোন, ইন্টারনেট, নিরাপত্তা, পরিস্কার-পরিচ্ছন্নতা ইত্যাদি) চালু ছিল।
উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলেও বন্ধের পর পরীক্ষার কথা বিবেচনায় যথারীতি খোলা ছিল জবির এরমাত্র ছাত্রীহল।