শিশু একাডেমী ময়মনসিংহ কর্তৃক শিশু দিবস উপলক্ষে নানান কর্মসূচি পালিত

 

রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধিঃ

 

‘গড়বে শিশু সোনার দেশ, ছড়িয়ে দিয়ে আলোর রেশ’- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে নিয়ে ময়মনসিংহ জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি ময়মনসিংহ এর আয়োজনে ৩ অক্টোবর সোমবার সকালে ময়মনসিংহ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বিশ্ব  শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ ২০২২ উপলক্ষে নানান কর্মসূচি পালিত হয়েছে।

 

বিশ্ব  শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ  ২০২২ উপলক্ষে সকালে আলোচনা আবৃত্তি র‍্যালি অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক ।

 

এর পূর্বে আলোচনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ  শিশু একাডেমি  ময়মনসিংহ এর শিশু বিষয়ক কর্মকর্তা মো. মেহেদী জামান।

 

আবৃত্তিকার আমজাদ দোলনের সঞ্চালনায় এছাড়াও শিশুদের পক্ষ থেকে বক্তব্য রাখেন জান্নাতুল নূর, অংকন ও সিদ্ধাতুল মুনতাহা। এবং আবৃত্তি  করেন  শাওলিন, শাকিন ওঅপূর্বা। এ সময় ব্র্যাক,  কারিতাসের  শিশু সুরক্ষা, সহ বিভিন্ন  এনজিওর প্রতিনিধি সহ  অনেকে উপস্থিত ছিলেন।

 

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ময়মনসিংহ * শিশু দিবস
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ