এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের কাছে ৯ উইকেটে হারলো টাইগ্রেসরা
ছবিঃ সংগৃহীত
ডেস্ক রিপোর্টঃ
নারী এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শিরোপার লড়াইয়ে জয়ের ধারাবাহিকতা ধরে রাখতে পারলোনা বাংলাদেশ নারী ক্রিকেট দল। পাকিস্তানের কাছে ৯ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। সিলেট বিভাগীয় ক্রিকেট স্টেডিয়ামে টসভাগ্য সহায় ছিলোনা টাইগ্রেসদের। টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেন পাকিস্তান অধিনায়ক বিসমাহ মারুফ।
মাঠে নেমেই পাকিস্তানের বোলারদের বোলিং তোপের মুখে পড়ে বাংলাদেশের ব্যাটাররা। দলীয় ৩ রানেই হারায় ৩ ব্যাটারকে। অধিনায়ক নিগার সুলতান জ্যোতি ও লতা মন্ডল কিছুটা প্রতিরোধ গড়ে তুললেও সেই প্রতিরোধও বেশিক্ষণ টিকেনি। বৃষ্টির কারণে খেলা প্রায় আধা ঘন্টার মতো বন্ধ থাকে। বৃষ্টি থামলে খেলার শুরুতেই বাংলাদেশ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ৭০ রান সংগ্রহ করে। সালমা খাতুন ২২ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন।
৭১ রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভালো সূচনা করে পাকিস্তান। বাংলাদেশি বোলাররাও দেখাতে পারেননি তাদের সেরাটা। ৪৬ বল হাতে রেখে ৯ উইকেটের দাপুটে জয় তুলে নেয় বিসমাহ মারুফের দল।