দামুড়হুদায় শয়নকক্ষ থেকে বৃদ্ধের মরদেহ উদ্ধার

মোঃ ইয়াছিন আরাফাত, দামুড়হুদাঃ

 

চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় শয়নকক্ষ থেকে এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। লাশের সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে সদর হাসপাতালের মর্গে। এ ঘটনায় এলাকায় বিরাজ করজে আতঙ্ক।

 

২ অক্টোবর (রবিবার) দুপুরে উপজেলার কলাবাড়ি রামনগরে নিজ বাড়ির শয়ন কক্ষ থেকে সব্বত আলী নামের ৮৫ বছরের এক বৃদ্ধকে উদ্ধার করে। ধারনা করা হচ্ছে গলায় রশি জাতীয় কিছু দিয়ে তাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করা হয়েছে। তবে মৃতের গলায়, পায়ে ও পেটে রক্তের চিহ্ন আছে।

 

খবর পেয়ে দামুড়হুদা থানা পুলিশ বৃদ্ধের মরাদেহ উদ্ধার করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছে অতিরিক্ত পুলিশ সুপার আনিসুজ্জামান। এসময় তিনি বলেন, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ প্রাথমিকভাবে জানা যায়নি। এ ঘটনায় আইনগত বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ জানান, সকালে খাবার দিতে গিয়ে সব্বত আলীকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখে তার পুত্রবধু। এরপর খবর দেয় পুলিশকে। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে সুরতহাল শেষে হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চুয়াডাঙ্গা * দামুড়হুদা * বৃদ্ধের মরদেহ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ