লক্ষ্মীপুরে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষেআলোচনা সভা অনুষ্ঠিত
লক্ষ্মীপুর প্রতিনিধি:
চতুর্থ শিল্প বিপ্লবের চ্যালেঞ্জ মোকাবেলায় উৎপাদনশীলতা- এমন প্রতিপাদ্য কে সঙ্গে নিয়ে ০২ অক্টোবর (রবিবার) সকালে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে লক্ষ্মীপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ নুর-এ আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার পলাশ কান্তি নাথ, লক্ষ্মীপুর বিসিকের উপ-মহাব্যবস্থাপক মাহফুজুর রহমান, কর্মকর্তা রাকিব হোসেন, বণিক সমিতির সহসভাপতি আজিজুল ইসলাম, আবুল কাসেম প্রমুখ। এসময় বিভিন্ন সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তা, কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।