শরণখোলায় আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত
আবু হানিফ বাগেরহাট অফিসঃ
বাগেরহাটের শরণখোলায় মহাত্মাগান্ধীর জন্মদিন ও আর্ন্তজাতিক অহিংস দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে শরণখোলা পিচ ফ্যাসিলিটেটর গ্রুপ (পিএফজি) মানববন্ধন ও আলোচনা সভার আয়োজন করে।
রবিবার সকাল ১০টায় শরনখোলা প্রেসক্লাবের সামনের সড়কে মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিখি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক আসাদুজ্জামান মিলন। পিএফজি’র সমন্বয়কারি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন, শরণখোলা এনজিও সমন্বয় কমিটির সভাপতি মীর সরোয়ার হোসেন, আওয়ামীলীগ নেতা শহিদুল ইসলাম, মহিলা দলের সভা নেত্রী মোসাম্মদ সাগর আক্তার, সিপিবি সম্পাদক রতন কুমার দাস প্রমুখ।
সভায় বক্তারা সংঘাত নয় ঐক্যের বাংলাদেশ গড়ি শ্লোগানকে সামনে রেখে একটি অসাম্প্রদায়িক-গনতান্ত্রিক রাষ্ট্র গঠনে সম্মিলিতভাবে কাজ করার।