সাবেক লাভাঙ্গা ছাত্র কল্যাণ পরিষদের মেধা যাচাই পরীক্ষা সমাপ্ত
মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
রানীহাটি উচ্চ বিদ্যালয়ের হলরুমে সাবেক লাভাঙ্গা ছাত্র কল্যাণ পরিষদের উদ্যোগ মেধা যাচাই পরীক্ষা, ২০২২ সকাল ১০টায় অনুষ্ঠিত হয়েছে। এ পরীক্ষায় আনিহাটি উচ্চ বিদ্যালয় সপ্তম, অষ্টম নবম ও দশম শ্রেণীর শতাধিক ছাত্র-ছাত্রী অংশগ্রহণ করে।
এ সময় সাবেক লাভাঙ্গা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রাসেল আলী সহ পরিষদের অন্যান্য সদস্য মোঃ আক্তারুল ইসলাম, তরুণ ইসলাম, আব্দুল করিম, ওবায়দুল হক, আইফা, রোশানা, রাবিয়া, রানী, লিজা ও জান্নাতুন উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে সাবেক লাভাঙ্গা ছাত্র কল্যাণ পরিষদের সভাপতি মোঃ রাসেল আলী জানান, এলাকার স্কুল, কলেজ ও মাদ্রাসা সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের পড়ার উন্নয়ন সহ তাদেরকে পাঠে মনোযোগী ও সহযোগিতার লক্ষ্যে ২০১৭ সালে গ্রামের স্থানীয় কলেজ পড়ুয়া ছাত্র সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও স্থানীয় যুবকদের নিয়ে ছাত্র কল্যাণ পরিষদ গঠন করা হয় এরই ধারাবাহিকতায় রানীহাটি উচ্চ বিদ্যালয় ছাত্র ছাত্রীদের মেধা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হলো। ছাত্র-ছাত্রীদের লেখাপড়ার মান উন্নয়নসহ পড়ায় মনোযোগী হওয়ার জন্য আমরা এর উদ্যোগ নিয়েছি। যারা ভালো ফলাফল করবে তাদের পুরস্কৃত করা হবে বলে জানা গেছে।