দামুড়হুদায় মাদকদ্রব্যসহ এক নারী গ্রেফতার

 

 

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা থানা পুলিশ মাদক বিরোধী অভিযান চালিয়ে গ্রেফতার করেছে এক নারী মাদককারবারীকে। উদ্ধার করেছে ২ হাজার পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট। তার বিরুদ্ধে থানায় দায়ের করা হয়েছে মামলা।

 

১ অক্টোবর (শনিবার) সকাল পৌনে ৭ টার দিকে দর্শনা থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালান দর্শনা বাস্ট্যান্ড এলাকায়। পুলিশ মা ও শিশু জেনারেল হাসপাতালেরর সামনে থেকে গ্রেফতার করে দক্ষিন চাদপুর বাস স্ট্যান্ড পাড়ার লিটনের স্ত্রী সালেহা খাতুনকে (৩৪)। গ্রেফতারকৃতের কাছ থেকে ২ হাজার পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট উদ্ধারের তথ্য জানিয়েছে থানা পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গ্রেফতারকৃতের বিরুদ্ধে দর্শনা থানায় একটি মামলা দায়ের করেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দামুড়হুদা * নারী গ্রেফতার