রহনপুর রেলওয়ে এলসি স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব ড. মোঃ হুমায়ুন কবীর

 

 

মোঃ জালাল উদ্দীন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ 

রেলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে দেশের অন্যতম প্রধান রেলওয়ে এলসি স্টেশন চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে এলসি স্টেশন পরিদর্শন করেছেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব . মোঃ হুমায়ুন কবীর শুক্রবার বেলা ১১ টায় তিনি রাজশাহী থেকে কমিউটার ট্রেনযোগে রহনপুর রেলওয়ে স্টেশনে এসে পৌঁছলে তাকে স্বাগত জানান জেলা প্রশাসক কেএম গালিভ খানএসময় উপস্থিত ছিলেন এলাকার সাবেক সাংসদ গোলাম মোস্তফা বিশ্বাস, গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসমা খাতুন, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত, রহনপুর পৌর মেয়র মতিউর রহমান খান, জেলা মহিলা লীগের সহসভাপতি সাবিহা শবনম কেয়া, সাধারণ সম্পাদক হালিমা খাতুন, রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল সহ অন্যরা পরে তিনি রহনপুর রেলওয়ে স্টেশনের চারপাশ ঘুরে দেখেন

এসময় এলাকার বিভিন্ন দাবি সম্বলিত একটি আবেদনপত্র তার হাতে তুলে দেন রহনপুর রেলবন্দর বাস্তবায়ন পরিষদের আহবায়ক নাজমুল হুদা খান রুবেল পরে তিনি  সেখান থেকে সড়কপথে চাঁপাইনবাবগঞ্জের উদ্দেশ্যে রওয়ানা হন রেলওয়ে সচিবের সফরসঙ্গী হিসেবে রেল কর্মকর্তাদের মধ্যে উপস্থিত  ছিলেন, পশ্চিমাঞ্চলীয় রেলওয়ের সিওপিএস. মোঃ আহসানুল্লাহ ভুঁইয়া, সিএমই মোঃ কুদরতখুদা, সিএসটিমোঃ মিজানুর রহমান,সিইও মোঃ রেজাউল করিম, ডিআরএম (পাকশি)  শাহ সূফি নূর মোহাম্মদ, ডিইও (পাকশি) মোঃ নূরুজ্জামান প্রমূখ প্রসঙ্গতঃ বাংলাদেশভারতনেপাল ত্রিদেশীয় বানিজ্যের ট্রানজিট পয়েন্ট   হিসেবে খ্যাত রহনপুর রেলওয়ে এলসি স্টেশনকে পূর্ণাঙ্গ রেলবন্দরে পরিনত করার এলাকাবাসীর চলমান আন্দোলনের  প্রেক্ষিত রেল সচিবের সফর বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * এলসি স্টেশন * ড. মোঃ হুমায়ুন কবীর * রহনপুর * রেলপথ মন্ত্রণালয়ে
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ