মহেশপুরে নায়েবের বিরুদ্ধে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ

 


মহেশপুর (ঝিনাইদহ)সংবাদদাতাঃ

ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাঁশবাড়িয়া ইউনিয়নের নায়েবের বিরুদ্ধে অর্থের বিনিময়ে ভূয়া প্রতিবেদন দাখিলের অভিযোগ উঠেছে।

ভুক্তভোগী ও পরিবারের অভিযোগ সূত্রে প্রকাশ, শনিবার সকালে উপজেলার ভৈরবা গ্রামের মৃত আলহাজ্ব রাহেল বক্স মন্ডলের ছেলে ইউনুচ আলী এক লিখিত অভিযোগে জানায়, ৮নং বাঁশবাড়িয়া ইউনিয়নের ৪৮নং ভৈরবা মৌজার ৭৬নং খতিয়ানের সাবেক দাগ ২৪৭৮, হাল দাগ ৬০৮১, জমির পরিমান ৬ একর ১৬ শতক হাল জরিপে ২৩টি খতিয়ানে ৪ একর ৪৪ শতকের মধ্যে আলহাজ্ব ইউনুচ আলী ৬৭ শতক জমির মালিক। এরমধ্যে ৫৫ শতক জমি বসতভিটা হিসেবে ২৫ ধরে ভোগ দখল করে আসছে। সম্প্রতি একই গ্রামের জাহা বক্স মন্ডলের ছেলে মকলেছুর রহমান ৩শতক জমি দাবি করে আদালতে ১৪৪ ধারার আবেদন করে। আদালত স্থানীয় নায়েব নিকুঞ্জ কুমারের উপর সরেজমিনে তদন্তপূর্বক প্রতিবেদন দাখিলের নির্দেশ দেয়। উক্ত নায়েব মকলেছুর রহমানের সাথে আতাত করে অর্থের বিনিময়ে বাস্তব তথ্য পাশ কাটিয়ে মনগড়া ভূয়া প্রতিবেদন দাখিল করে।

ওই এলাকার ইন্তা ও আব্দুল গফুর জানায়, নিকুঞ্জ কুমার বাদিপক্ষের কাছ থেকে মোটা অংকের উৎকোচের বিনিময়ে এই তথ্য পেশ করেছেন। তিনি এর আগেও এলাকার আব্দুল খালেক ও আলতাফ হোসেনের জমির বিরোধ বিষয়ে অর্থের বিনিময়ে পক্ষপাতিত্বমূলক প্রতিবেদন দিয়েছিল। যা এলাকায় আলোচ্য বিষয় হয়ে দাড়িয়েছে। উক্ত নায়েবের বিরুদ্ধে নানা ধরণের কূ-কর্মের তথ্য পাওয়া যাচ্ছে। এ বিষয়ে নায়েব নিকুঞ্জ কুমারের সাথে যোগাযোগ করলে তিনি বলেন, আমি অর্থের বিনিময়ে প্রতিবেদন দেয়নি আপনাদের পছন্দ না হলে পূনরায় প্রতিবেদন চাইতে পারেন। ভূক্তভোগী পরিবার উর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দাখিলের অভিযোগ * মহেশপুরে নায়েব
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ