বরিশালে আন্তর্জাতিক প্রবীণ দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা
মোঃ জাহিদুল ইসলাম ( বাকেরগঞ্জ ) বরিশালঃ
পরিবর্তিত বিশ্বে প্রবীণ ব্যক্তির সহনশীলতা এই স্লোগান নিয়ে বরিশালে উৎযাপন করা হল আন্তর্জাতিক প্রবীন দিবস।
১ /১০/২০২২ ইং শনিবার সকাল ১০টায় জেলা প্রশাসন, সমাজসেবা অধিদফতর ও বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, বরিশাল জেলা শাখার আয়োজনে সার্কিট হাউজ সম্মেলন কক্ষে আন্তর্জাতিক প্রবীণ দিবস-২০২২ উদযাপন উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ উপলক্ষে নগরীতে একটি র্যালি বের করা হয়। রেলীটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সার্কিট হাউজ প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সার্কিট হাউজ সন্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। সভাপতিত্ব করেন মোঃ নুরুল আলম সভাপতি, বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ, বরিশাল জেলা শাখা