মদনে রাস্তা পাকা করণের দাবিতে গ্রামবাসীর মানবন্ধন
নেত্রকোনা প্রতিনিধিঃ
নেত্রকোনা মদন উপজেলার তিয়শ্রী ইউনিয়নে সাইতপুর গ্রামের কাঁচা রাস্তা পাকা করণের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী। শুক্রবার জুম্মার নামাজের পর সাবেক ইউপি চেয়ারম্যান সাইদুর রহমানের নেতৃত্বে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধনে বক্তব্য রাখেন, হাসান তালুকদার,রফিক তালুকদার,ইয়াছিন মিয়া,তোফায়েল আহমেদ তরুন,ইমরান মিয়া প্রমূখ।
বক্তারা বলেন,দেড় কিলোমিটার এ রাস্তার বেহাল দশা। স্বাধীনতার ৫০ বছর ফেরিয়ে গেছে অথচ এই রাস্তাটি দিকে কেউ নজর দেয়নি। গ্রামবাসী অনেক বার জনপ্রতিনিধিদের নিকট ঘোরাঘুরি করেও কোন কাজ হয়নি। এই গ্রামের শিক্ষার্থীসহ, গর্ভবতী মা, বয়স্করা সহ কেউ অসুস্থ্য হলে এ রাস্তা দিয়ে যানবাহন কিংবা পায় হেঁটে যাতাযত করা কঠিন হয়ে পড়ে। বর্ষা কালে তো এ রাস্তা দিয়ে চলাই যায় না। রাস্তাাটি পাকা করাহলে হলে শিক্ষার্থীসহ সর্বসাধারণের বহুদিনের ভোগান্তি লাগব হবে। উক্ত রাস্তাটি জনস্বার্থে দ্রুত পাকা করণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করে এলাকাবাসী এ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।