সাফ নারী ফুটবল চ্যাম্পিয়ন দলের ৮ ফুটবলারকে ময়মনসিংহে সংবর্ধনা
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:-
সাফ নারী ফুটবল চ্যাম্পিয়নশীপ ২০২২ এ চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দলের ময়মনসিংহের ৮ ফুটবলারকে ময়মনসিংহ জেলা প্রশাসনের সহযোগিতায় এবং জেলা ক্রীড়া সংস্থা ময়মনসিংহ ও জেলা ফুটবলে এসোসিয়েশনের আয়োজনে নগরীর শিল্পাচার্য জয়নুল আবেদিন পার্কের বৈশাখী মঞ্চে এক সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে ।
সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের গৃহায়ন ও গণপূর্ত প্রতিমন্ত্রী শরীফ আহমেদ এমপি ।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ময়মনসিংহের বিভাগীয় কমিশনার শফিকুল রেজা বিশ্বাস, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট জহিরুল হক খোকার, সাবেক সংসদ সদস্য মোস্তাক আহমেদ রুহী, ময়মনসিংহ মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলম, ময়মনসিংহের রেঞ্জ ডিআইজি দেবদাস ভট্টাচার্য্য বিপিএম, ময়মনসিংহের সুপার মাছুম আহাম্মদ ভূঞা প্রমূখ । অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন ময়মনসিংহ জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অধ্যাপক দেলোয়ার হোসেন মুকুল ।