হবিগঞ্জে ৬৭৩ টি শারদীয় দূর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে, তন্মধ্যে ৩ শতাধিক পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ

 

 

কামরুল হাসান কাজল, হবিগঞ্জ প্রতিনিধিঃ

হবিগঞ্জে পুরো জেলায় ৩ শতাধিক পূজামন্ডপ ঝুঁকিপূর্ণ জেলা গোয়েন্দার এক রিপোর্টে । আগামী পহেলা অক্টোবর থেকে শুরু হবে।

শারদীয় দুর্গাপূজায় শান্তিপূর্ণ ভাবে পালন করতে ও পরিবেশ বজায় রাখতে প্রশাসন সকল প্রকার প্রস্তুতি নিচ্ছে।হবিগঞ্জ জেলার ৯ উপজেলায় ১৩৮ টি পূজামন্ডপকে অতি ঝুঁকিপূর্ণ বিবেচনায় নিয়েছে প্রশাসন। জেলা গোয়েন্দা সূত্র বলছে, এ বছর হবিগঞ্জ জেলার ৯ টি উপজেলায় সার্বজনীন পূজামন্ডপের সংখ্যা ৬৭৩ টি। এ ছাড়াও ব্যক্তিগতভাবে আরো ২২ টি পূজা মন্ডপ রয়েছে। সার্বজনীন পূজামন্ডপের মধ্যে ১৩৮ টি অতি ঝুঁকিপূর্ণ,  ২০১ টি ঝুঁকিপূর্ণ ও বাকিগুলো সাধারণ। ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণসহ পূজামণ্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন থাকবে বলে জানা গেছে। জেলা গোয়েন্দা বিভাগের কর্মকর্তা সৈয়দ মোস্তফা তিনি বলেন , পূজা মন্ডপের আধিক্যের কারণে এতে নিশ্চিদ্র নিরাপত্তা নিশ্চিত করা চ্যলেঞ্জ। তবে চেষ্টা থাকবে সকল মন্ডপে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনী নিয়োজিত করার। সার্বক্ষণিক অবস্থা মোকাবিলার  জন্য প্রস্তুতি আছে। কোন ধরনের অপ্রিতিকর ঘটনা ঘটতে দেব না।হবিগঞ্জ যথেষ্ট বাহিনী নিয়োজিত আছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ঝুঁকিপূর্ণ * পূজামন্ডপ * শারদীয় দূর্গাপূজা * হবিগঞ্জ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ