সালথায় ড্রেজার মেশিন ধ্বংস করলেন উপজেলা প্রশাসন

 

 

বিধান মন্ডল (ফরিদপুর) প্রতিনিধিঃ

 

ফরিদপুরের সালথায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। এসময় প্রায় ১শত ফিট পাইপ এবং ১টি ড্রেজার মেশিন ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে  উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাঃ তাছলিমা আকতার ভ্রাম্যমাণ আদালত (মোবাইল কোর্ট) পরিচালনা করেন উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের মুরাটিয়া এলাকায়।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোছাঃ তাছলিমা আকতার এ তথ্যটি নিশ্চিত করে বলেন, অনেক দিন ধরে ফসলি জমি থেকে নিষিদ্ধ ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করছিল জাফর নামে এক ড্রেজার ব্যবসায়ী এমন এক গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গিয়ে এলাকাবাসীর সহযোগিতায় ড্রেজার মেশিন ধ্বংস করা হয়েছে। আগামীতেও অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে জন্স্বার্থে মোবাইল কোর্ট পরিচালনা অব্যাহত থাকবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * উপজেলা প্রশাসন * ড্রেজার মেশিন * সালথা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ