কিশোরগঞ্জে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিনে কেক কাটল জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক

কিশোরগঞ্জ প্রতিনিধি:
মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে কিশোরগঞ্জ ১ আসনের মাননীয় সাংসদ সৈয়দা জাকিয়া নুর লিপির নির্দেশে কিশোরগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোশাররফ হোসেন আশরাফের আয়োজনে কেক কেটে প্রধানমন্ত্রীর ৭৬ তম জন্মদিন পালন হয়েছে।

বুধবার (২৮ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ চত্বরে এই কেক কাটেন জেলা ছাত্রলীগের সাবেক সহ সম্পাদক মোশাররফ হোসেন আশরাফসহ যশোদল ইউনিয়ন ছাত্রলীগ, যুবলীগ ও সদর উপজেলা ছাত্রলীগের নেতা নেতৃবৃন্দরা। শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ চত্বরে বেশ উৎসবমুখর এ পরিবেশে ছাত্রলীগ, যুবলীগসহ উপস্থিত সকলেই ছিল বেশ প্রাণোচ্ছল, উৎফুল্ল।

উপস্থিত ছাত্রলীগ, যুবলীগ নেতাকর্মীরা বলেন, ‘আজ আমাদের প্রানপ্রিয় প্রধানমন্ত্রীর জন্মদিন, আজ তোমার আমার সকলের জন্মদিন, আজ সবার আনন্দের দিন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে, এগিয়ে যাবে, সেই সাথে জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে আমরা পাশে ছিলাম, আছি, থাকবো।