কোটি টাকা আত্মসাৎ, চেয়ারম্যান শেরিনকে গ্রেফতার করেছে সিআইডি

 

সুনামগঞ্জ প্রতিনিধি:

সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহববুল হক শেরিনকে টাকা আত্মসাৎ এর মামলায় গ্রেফতার করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

বুধবার (২৮ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে জগন্নাথপুর থানা পুলিশের সহায়তায় উপজেলার মিরপুর ইউনিয়নের শ্রীরামসি গ্রামের নিজ বাড়ি থেকে তাকে সিআইডি গ্রেফতার করা হয়। সূত্র জানায়- চেয়ারম্যান শেরিন-এর বিরুদ্ধে সিলেট নগরস্থ আম্বরখানা পয়েন্ট সংলগ্ন ‘আম্বরখানা আবাসন এসোসিয়েট প্রাইভেট লি. কোম্পানি’ নামে একটি কোম্পানিতে বিনিয়োগে আগ্রহ দেখিয়ে মামলার বাদীসহ বহু প্রবাসীকে কোম্পানির পরিচালক করা হবে এমন শর্তে তাদের নিকট থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এ মামলাসহ এসএমপি’র এয়ারপোর্ট থানায় আরও ৩ টি প্রতারণার মামলা তদন্তাধীন রয়েছে। মামলা দায়ের করার পর আসামি শেরিন বাদীকে প্রাণনাশের হুমকি ও ভয়ভীতি প্রদান করে যাচ্ছেন। অপরাধ করার সুনির্দিষ্ট অভিযোগে ও টাকা আত্মসাৎ এর মামলায় চেয়ারম্যান শেরিনকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছেন সিআইডির সিলেট মেট্রোর বিশেষ পুলিশ হংপার সুজ্ঞান চাকমা।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * চেয়ারম্যান শেরিন * টাকা আত্মসাৎ * সিআইডি