জীবননগরে সড়ক দুর্ঘটনায় নিহত এক,সন্তানের আহাজারি

 

 

জীবননগর (চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় সড়ক দুর্ঘটনায় মোতালেব (৫০) নিহত হওয়ার পর ফুবুকে মোবাইল ফোনে খবর দিতে ও কান্না আহাজারি করতে করতে ছেলে বলেন ফুবু বাবা মরে গেছে। ও আল্লাহ আমার এ কী ক্ষতি হয়ে গেল। আমি কী করে থাকব। আমার এ কী ক্ষতি হয়ে গেল।’এসব কথা বলেন ছেলে ইমরান।

গতকাল সোমবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার কন্দর্পপুরে জীবননগর-কালীগঞ্জ সড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পর পালিয়ে যান বাসের চাল ও তাঁর সহকারী।

সড়ক দুর্ঘটনায় নিহত ব্যক্তি ঝিনাইদহের মহেশপুর উপজেলার পদ্মপুকুর গ্রামের মৃত তাজউদ্দীন ছেলে । তিনি দীর্ঘদিন ধরে পরিবার নিয়ে জীবননগর উপজেলার কন্দর্পপুরে শ্বশুর বাড়ি থাকতেন।

প্রতাক্ষদর্শীরা জানান, সোমবার বেলা ১১টার দিকে জীবননগর বাজার থেকে ভ্যান চালিয়ে বাড়ি  ফিরছিলেন মোতালেব। এ সময় কালীগঞ্জ থেকে জীবননগরের দিকে আসা শাপলা এক্সপ্রেসের কেজিএন নামের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উল্টো দিকে গিয়ে তাঁকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন।

এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা সড়ক অবরোধ করে রাখে। এ সময় যানজট সৃষ্টি হয়। স্থানীয় বাসিন্দারা বলেন, বাসচালকে গ্রেপ্তার করে হত্যার বিচার করতে হবে। না হলে তারা সড়ক অবরোধ করে রাখবে।

এ বিষয়ে জানতে চাইলে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল খালেক বলেন, দুর্ঘটনার পর বাসটি জব্দ করা হয়েছে। লাশ পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।মোতালেবের পরিবার এ ঘটনায় মামলা করবে না বলে জানিয়েছে। তারা ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তরের জন্য আবেদন করেছে। বিষয়টি পর্যালোচনা করা হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জীবননগরে সড়ক দুর্ঘটনা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ