৪১টি নাটকে অভিনয়; জনপ্রিয়তায় সাতক্ষীরার শিশুশিল্পী আরিয়ান
শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :
মাত্র ৬ বছর বয়েছে ৪১টি নাটক অভিনয়ের মাধ্যমে সারাদেশে জনপ্রিয়তায় পৌঁছেছেন শিশুশিল্পী আবদুল্লাহ আরিয়া।
আরিয়ান সাতক্ষীরা সদর উপজেলার ইটাগাছা গ্রামের তরিকুল ইসলাম রাজু ও সুলতানা শিলা দম্পতির একমাত্র সন্তান। সে বর্তমানে কেজি শ্রেনিতে লেখাপড়া করছে।
তার বাবা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক হিসাবে রাজধানীর তেঁজগাও থানা দায়িত্বরত রয়েছেন। কর্মজীবন পরিচালনার পাশাপাশি তিনি অভিনয়শিল্পী হিসেবে কাজ করছেন।
কাজল আরেফিনের ‘হ্যালো বেবি’ নাটকের মাধ্যমে সারাদেশের মানুষের কাছে বেশ জনপ্রিয় শিশুশিল্পী আবদুল্লাহ আরিয়ান।
অভিনয়ের মাধ্যমে নাট্যাজগতে ব্যাপক সাড়া ফেলেছে। সম্প্রতি চপস্টিক নুডুলস এর সাথে ৩ বছরের চুক্তিবদ্ধ হয়েছে। তার অভিনীত নাটকগুলো দর্শকপ্রিয়তা পেয়েছে বেশ ‘হ্যালো বেবি’ নাটকটি ইউটিউবে প্রচারের প্রথম দিনেই ১ মিলিয়ন ভিউ অতিক্রম করেছে। এছাড়া মাসুম, মাস্টার প্ল্যান, ফিরে দেখা, মাতাল হাওয়া, আলো আসবেই, অস্থির প্রেমিক, একটু খানি, ডে কেয়ার, নো মোর ক্রাই, ব্যাংকার গার্লফ্রেন্ড, কেরানীর বাপ, স্টুডেন্ট বউসহ প্রায় ৪১টির বেশি নাটক, ২টি সিনেমা, ৪টি বিজ্ঞাপনসহ ১টি ওয়েব সিরিজে কাজ করেছে সে।
বাবা তরিকুল ইসলামের চাকরির সুবাদে ছেলে আরিয়ানসহ পরিবারের সদস্যরা ঢাকাতেই বসবাস করছেন।
শিশুশিল্পী আবদুল্লাহ আরিয়ান বাবা বলেন, আমার ছেলে একজন সুশিক্ষিত, ভালো মানুষ ও দক্ষ অভিনেতা হিসেবেনিজেকে গড়ে তুলুক। আমার ছেলের জন্য সবার কাছে দোয়া চাচ্ছি।