দুমকিতে নাগরিক সংবর্ধনা অনুষ্ঠিত

 

 

দুমকি(পটুয়াখালী)প্রতিনিধিঃ

পটুয়াখালীর দুমকিতে আজিজ আহম্মেদ কলেজ গভর্নিং বডির নব-নিযুক্ত সভাপতি ও দুমকি উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব ড. হারুন অর রশিদ হাওলাদারকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে।

রবিবার (১৮ সেপ্টেম্বর) আজিজ আহম্মেদ কলেজ মাঠে সকাল ১১ টায় অত্র কলেজের অধ্যক্ষ, শিক্ষক- কর্মকর্তা ও শিক্ষার্থীরা এ সংবর্ধনার আয়োজন করেন। অনুষ্ঠানে ফুল ও ক্রেস্ট দিয়ে নূতন সভাপতি আলহাজ্ব ড. হারুন -অর-রশিদ হাওলাদার, পিএইচডিকে বরণ করে নেন অধ্যক্ষ মোঃ আহসানুল হক, শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থীসহ আয়োজক কমিটির সদস্যরা। এর আগে নূতন সভাপতিকে ফুলের পাপড়ি ছিটিয়ে অভিনন্দন জানান সাধারণ শিক্ষার্থীরা।

অধ্যক্ষ আহসানুল হকের এর সভাপতিত্বে সাবেক ইউপি সদস্য মোঃ মাহফুজ খানের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুমকি উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. আবুল কালাম আজাদ, সহ-সভাপতি মো. আমিনুল ইসলাম সালাম, সৈয়দ গোলাম মরতুজা, এ্যাড. গাজী নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শাহজাহান আকন সেলিম, দুমকি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবদুস সালাম, প্রতিষ্ঠা পরিবারের সদস্য মোঃ জসিম উদ্দিন হাওলাদার, বিদ্যুৎসাহী সদস্য মোঃ শাহ আলম মাস্টার,   বিভিন্ন গণমাধ্যমের কর্মীবৃন্দ, উপজেলার গন্যমান্য ব্যক্তিবর্গসহ আওয়ামী লীগের অঙ্গ সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এ সময় বক্তারা কলেজের শিক্ষার মান উন্নয়ন ও চলমান  সংকট নিরসনের জন্য জন্য নূতন সভাপতির দৃষ্টি আকর্ষণ করেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দুমকি * নাগরিক সংবর্ধনা