বাগেরহাটে ওয়ার্ল্ড ভিশনের প্রকল্প অবহিতকরন সভা অনুষ্ঠিত

 

 

আবু হানিফ বাগেরহাট অফিসঃ

বাগেরহাটে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ –এর ইয়ুথ এমপাওয়ার্ড প্রিভেন্টিং চাইল্ড আর্লি এন্ড ফোর্সড ম্যারেজ ইন বাংলাদেশ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে গেøাবাল এ্যাফেয়ার্স কানাডার অর্থায়নে বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মোহাম্মদ রিজাউল করিম। এ সময় ডেপুটি সিভিল সার্জন ডাঃ মোঃ হাবিবুর রহমান, পরিবার পরিকল্পনা অধিদপ্তর উপ-পরিচালক বিকাশ কুমার দাস, মহিলা বিষয়ক উপ-পরিচালক নাজমুন্নাহার, শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, জাতীয় মহিলা সংস্থার সভাপতি এ্যাড শরিফা হেমায়েত, ইসলামি ফাউন্ড্শেনের উপ-পরিচালক মোঃ আল ফারুকসহ ইমাম, শিক্ষক, সাংবাদিক, বিবাহ রেজিষ্ট্রার ,ধর্মীয় নেতা ,যুব প্রতিনিধি এবং প্রকল্পে কর্মরত ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ও উত্তরনের কর্মকর্তাগন উপস্থিত ছিলেন। অনুষ্ঠানটি উপস্থাপন করেন ইয়ুথ এমপাওয়ার্ড প্রকল্পের পক্ষে প্রোজেক্ট ম্যানেজার ফ্রান্সিস মন্ডল।

তিনি বলেন, ইয়ুথ এমপাওয়ার্ড একটি তিন বছরের বহুমুখী উন্নয়ন প্রকল্প, যা বাল্য ও জোরপ‚র্বক বিবাহের ক্ষতিকর প্রভাবগুলো তুলে ধরার মাধ্যমে ১০-২৪ বছর বয়সী কিশোর-কিশোরী এবং যুবক- যুবতীদের, বিশেষত মেয়ে এবং মহিলাদের যৌন এবং প্রজনন স্বাস্থ্য ও অধিকারগুলো রক্ষায় কাজ করবে। বাগেরহাট জেলার রামপাল, মোড়েলগঞ্জ ও বাগেরহাট সদর এবং সাতক্ষীরা জেলার তালা, দেবহাটা ও সাতক্ষীরা সদর উপজেলার কিশোর-কিশোরী, যুবক-যুবতী,পিতা-মাতা,ধর্মীয় নেতা কমিউনিটি ক্লিনিক এবং সরকারী কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে কাজ করবে এবং কিশোরী ও মহিলাকে ক্ষমতায়নের মাধ্যমে বল্য ও জোরপ‚র্বক বিবাহ বন্ধ করতে কাজ করবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ওয়ার্ল্ড ভিশন
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ