ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ
খেলার ডেস্কঃ
নারী সাফ চ্যাম্পিয়নশিপের প্রথম সেমিফাইনালে ভুটানকে ৮-০ গোলের বড় ব্যবধানে বিধ্বস্ত করে ফাইনালে বাংলাদেশ। এর আগে ২০১৬ সালে সবশেষ টুর্নামেন্টটির ফাইনাল খেলেছিল বাংলাদেশ।
নেপালের দশরথ স্টেডিয়ামে শুক্রবার বাংলাদেশের হয়ে হ্যাটট্রিক করেন অধিনায়ক সাবিনা খাতুন। একটি করে গোল করেন সিরাজ জাহান স্বপ্না, কৃষ্ণা রানি সরকার, তহুরা খাতুন, মাসুরা পারভীন ও রিতুপর্ণা চাকমা।
ম্যাচ শুরুর দুই মিনিটেই দলকে লিড এনে দেন সিরাত জাহান স্বপ্না। মাঝ মাঠ থেকে সতীর্থের পাস ধরে বাম কর্নার দখলে নেন তিনি। এরপর ডি বক্সে ঢুকে ভুটান গোলরক্ষককে পরাস্ত করে বাংলাদেশকে এনে দেন ম্যাচের প্রথম সাফল্য।
ম্যাচের ১৮ মিনিটে গোল ব্যবধান দ্বিগুণ করেন বাংলাদেশ দলের অধিনায়ক সাবিনা খাতুন। মাঝমাঠ থেকে মারিয়া মান্ডার বাড়িয়ে দেয়া পাস ধরে প্রতিপক্ষের রক্ষণদেয়ালে ঢুকে পড়েন সাবিনা। গোলরক্ষক কিছুটা বেরিয়ে পড়ায় সহজ শটে বল জালবন্দি করেন তিনি।
ম্যাচের ৩০ মিনিটে বাম প্রান্ত থেকে রিতুপর্ণা চাকমার পাঠানো উঁচু শট হেডের সাহায্যে জালে জড়ান কৃষ্ণা রানি সরকার। ৩৫ মিনিটে এক হালি গোলে ভুটানের জাল বিধ্বস্ত করেন বাংলাদেশের মেয়েরা। ৪-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় লাল ছোটনের শিষ্যরা।
বিরতির পর আরও উদ্দীপ্ত হয়ে মাঠে ফেরেন ছোটনের শিষ্যরা। গোল করতেও বেশি সময় নেননি সাবিনারা। ম্যাচের ৫৩ মিনিটে ডান কর্নার থেকে কৃষ্ণা রানি বল বাড়িয়ে দেন ডি বক্সে অরক্ষিত থাকা সাবিনার উদ্দেশে। দেখেশুনে পেনাল্টি এরিয়া থেকে বল জালে জড়ান বাংলাদেশ অধিনায়ক। দুই মিনিট পরই ভুটানের জাল হাফ ডজন গোলে কাঁপান মাসুরা পারভীন।
ডি বক্সের বাইরে থেকে সাবিনার ফ্রি কিক গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন ভুটান গোলকিপার। দুবারের চেষ্টায় বল জালে জড়ান মাসুরা।
ম্যাচের ৮৭ মিনিটে সপ্তম গোলের দেখা পায় বাংলাদেশ। ডান কর্নার থেকে মাসুরা পারভীনের বাড়ানো উঁচু শট গ্লাভসবন্দি করতে ব্যর্থ হন ভুটান গোলরক্ষক।
অতিরিক্ত মিনিটে ভুটানের জালে শেষ পেরেকটি ঠুকেন সাবিনা এবং ম্যাচে পূরণ করেন নিজের হ্যাটট্রিক। এর আগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচেও হ্যাটট্রিক করেন তিনি। সব মিলিয়ে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোল স্কোরার তিনি।
এর আগে, গ্রুপ পর্বে তিন ম্যাচের সবকটিতে জিতেছে বাংলাদেশ। একে একে তারা হারিয়েছে মালদ্বীপ, পাকিস্তান ও শক্তিশালী ভারতকে।
আগামী ১৯ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের মুখোমুখি হবে ভারত ও নেপালের মধ্যে জয়ী দল।