শুধু বাংলাদেশ নয় বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে ময়মনসিংহ মেডিকেলের ছাত্ররা নেতৃত্ব দিচ্ছে, হীরক জয়ন্তীতে ডা. এম.এ আজিজ 

রাশিদ আহমেদ নিসর্গ
ময়মনসিংহ প্রতিনিধিঃ
আজ ময়মনসিংহ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা দেশের   গুরুত্বপূর্ণ স্থানের পাশাপাশি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রে গুরুত্বপূর্ণ   দ্বায়ীত্ব পালন করছে ।  আমার যখন এই কলেজের ছাত্রদের সফলতার কথা শুনি তখন গর্বে  বুকটা ভরে যায় । আমরা আশা রাখি ময়মনসিংহ মেডিকেল কলেজটি অচিরেই বিশ্ববিদ্যালয়ের রূপান্তরিত হবে…..
 ১৩ই সেপ্টেম্বর  মঙ্গলবার সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজের ৬০তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে হীরক জয়ন্তী ২০২২ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন  প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন  স্বাধীনতা চিকিৎসক পরিষদের মহি সচিব অধ‍্যাপক ডা. এম এ আজিজ (এম ১৬) ।
 এরপর    প্রধান বক্তা হিসাবে সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মেজর জেনারেল (অব.) অধ‍্যাপক ডা. নাসির উদ্দিন (এম ১২)  বক্তব্য রাখেন  ।  এছাড়াও ময়মনসিংহ মেডিকেল কলেজের পরিচালক গোলাম কিবরিয়া, কলেজের অধ‍্যক্ষ আফতাব উদ্দিন, ঢাকা মেডিকেল কলেজ মেডিসিন বিভাগের ডীন ডা. শাহরিয়ার কবির, বীর মুক্তিযোদ্ধা ডা. মজিবুর রহমান ভূইয়া, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব ইকবাল, বীর মুক্তিযোদ্ধা ডা. মাহবুব রহমান, বিএম ময়মনসিংহ  শাখার সভাপতি অধ‍্যাপক ডা. মতিউর  রহমান ভূইয়া, বিএম ময়মনসিংহ  শাখার সাধারণ সম্পাদক ডা.  এইচ  এ গোলনদাজ তারা, ,  বিএম ময়মনসিংহ  শাখার সাবেক মহা সচিব ডা. মোস্তফা কামাল, ডা. উত্তম কুমার সহ অনেকেই বক্তব্য  ও কলেজ জীবন নিয়ে  স্মৃতিচারণ করেন  ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন ময়মনসিংহ মেডিকেল কলেজ অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশনের আহবায়ক  অধ‍্যাপক ডা. মো. সানাওয়ার হোসেন (এম ৫) ।  অনুষ্ঠানের শুরুতেই সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ অ‍্যালামনাই অ‍্যাসোসিয়েশনের আয়োজিত হীরক জয়ন্তী উপলক্ষে    মেডিকেল কলেজের সামনে থেকে একটি র‍্যালী বের হয়ে  হাসপাতালে বিভিন্ন প্রান্ত ঘুরে অডিটোরিয়ামে এসে শেষ হয় ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * জয়ন্তী * হীরক
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ