শরণখোলায় ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত

 

আবু-হানিফ, বাগেরহাট অফিসঃ

বাগেরহাটের শরণখোলায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের আউশ/২০২২ মওসুমে ব্রি হাইব্রিড ধান৭ এর বøক প্রদর্শনী, ফসল কর্তন উৎসব ও মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে । মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় শরণখোলা কৃষি অফিসের আয়োজনে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের খোন্তাকাটা বাজারে এ দিবস ও প্রদর্শনী অনুষ্ঠিত হয় ।

বাগেরহাট কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক কৃষিবিদ মোঃ আজিজুর রহমানের সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে ভার্চুয়াল প্রধান অতিথি ছিলেন,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের মহাপরিচালক ড.মোঃ শাহজাহান কবীর । বিশেষ অতিথি ছিলেন,শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা নুর ই আলম ছিদ্দিকী,বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গোপালগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের এসএসও এবং প্রধান ড.মোঃ জাহিদুল ইসলাম,শরণখোলা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ দেব্রত সরকার প্রমুখ।

বক্তারা বলেন,সঠিক সময়ে বপন ও রোপন করতে পারলে ব্রি হাইব্রিড ধান৭ হেক্টর প্রতি ৭ টনের বেশি ফলন পাওয়া যাবে । তাছাড়া এ জাতের ধান গছের কান্ড শক্ত বলে হেলে পড়ার সম্ভাবনা থাকেনা । ধানের আকৃতি সরু,লম্বা এবং ভাত হয় ঝরঝরে ।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ফসল কর্তন * মাঠ দিবস অনুষ্ঠিত * শরণখোলা
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ