জীবননগর থানা পরিশর্দনের নবাগত পুলিশ সুপার
জীবননগর অফিসঃ
চুয়াডাঙ্গার জীবননগর থানা পরিদর্শন করলেন নবাগত পুলিশ সুপার জনাব আব্দুল্লাহ্ আল-মামুন। গতকাল দুপুর ২ টার সময় নবাগত পুলিশ সুপার থানা পরিদর্শন করেন।
এ সময় জীবননগর থানা পুলিশের একটি দল গার্ড অব অনার প্রদান করেন। অভিবাদন মঞ্চ থেকে সালামী গ্রহণ শেষে থানায় কর্মরত অফিসার-ফোর্সের সাথে কুশল বিনিময়, থানার অফিস, ব্যারাক ও মেস পরিদর্শন করেন।
জনগণের সেবক হওয়ার প্রত্যয় নিয়ে জনবান্ধন পুলিশিং, মাদকমুক্ত সমাজ বিনির্মান, আইন-শৃঙ্খলা রক্ষা এবং অপরাধ নিয়ন্ত্রণে সকল পুলিশ সদস্যকে সম্পৃক্ত থাকার জন্য নির্দেশনা প্রদান করেন। পাশাপাশি অপরাধপ্রবণ সড়কে নিয়মিত পুলিশী টহল জোরদার, হোন্ডা মোবাইল, বিট পুলিশিং কার্যক্রম, ওয়ারেন্ট তামিল, বাড়ির মালিক ও ভাড়াটিয়ার তথ্য হালনাগাদকরণ, বাল্যবিবাহ, ইভটিজিং, মাদক ও চোরাচালান প্রতিরোধের উপরে গুরুত্বারোপ করেন। থানার মেসে উন্নতমানের খাবার সরবরাহ, দাপ্তরিক সকল কাজ সুষ্ঠুভাবে সম্পাদন, ফোর্সের ব্যারাক ও আশপাশ এলাকা পরিস্কার পরিচ্ছন্ন এবং চাহিদার প্রেক্ষিতে ফোর্সের ছুটি ছাড়তে সংশ্লিষ্ট অফিসারদের নির্দেশনা প্রদান করেন।
এসময়ে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (দামুড়হুদা সার্কেল) মোঃ মুন্না বিশ্বাস, জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ আলমগীর কবীর, জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল খালেক, চুয়াডাঙ্গাসহ থানার সকল পদমর্যাদার অফিসার ফোর্সগণ।