শরণখোলায় ইজিবাইক চালককে পেটালেন ছাত্রলীগ নেতা
আবু-হানিফ, বাগেরহাট অফিসঃ
বাগেরহাটের শরণখোলায় সুদের টাকা দিতে দেরি হওয়ায় ইজিবাইক চালক খলিল হাওলাদার (৩২) কে বাশ দিয়ে পিটিয়ে আহত করেছেন ছাত্রলীগ নেতা রুবেল হাওলাদার (২৩)। গত শুক্রবার বিকেলে উপজেলার ধানসাগর ইউনিয়নের নলবুনিয়া গ্রামে এঘটনা ঘটে । এঘটনায় গুরুতর আহত ইজিবাইক চালক খলিল বর্তমানে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে ।
জানাগেছে,দুই বছর আগে নলবুনিয়া গ্রামের নাছির হাওলাদারের ছেলে স্থানীয় ওয়ার্ড ছাত্রলীগের সহ সভাপতি মোঃ রুবেল বাশারের কাছ থেকে সুদে তিন হাজার টাকা নেন একই এলাকার মোঃ এমাদুল হক হাওলাদারের ছেলে ইজিবাইক চালক মোঃ খলিল হাওলাদার । সেই টাকার সুদসহ সাড়ে সাত হাজার টাকা পরিশোধ করলেও বাকি তিন হাজার টাকার জন্য চাপ প্রয়োগ করেন রুবেল বাশার । তিন হাজার টাকা দিতে দেরি হলে খলিলের ইজিবাইকের সিট খুলে নেন রুবেল । গাড়ির সিট চাইতে গেলে গত শুক্রবার বিকেলে রুবেলের সাথে বাকবিতান্ডা হয় খলিলের । এর একপর্যায় রুবেল ক্ষিপ্ত হয়ে পাশে থাকা একটি বাঁশ হাতে নিয়ে খলিলকে পেটাতে থাকে । এসময় খালিলকে লাথি মেরে পাশের খালে ফেলে দেয় রুবেল । এতে খলিলের পেটে মারাত্মক আঘাত লাগে এবং জ্ঞান হারিয়ে ফেলে । পরে তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয় ।
এব্যাপারে রুবেল বাশার বলেন,খলিল কেমন মানুষ তা এলাকায় জিজ্ঞেস করলেই পাবেন । ওর ব্যবহার ভালনা । শরণখোলা থানার ওসি ইকরাম হোসেন বলেন,অভিযোগ পেয়েছি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে ।