সাভার উপজেলা উলামা পরিষদের কাউন্সিল অনুষ্ঠিত
আনিসুর রহমান, সাভার প্রতিনিধিঃ
সাভার উপজেলা উলামা পরিষদ কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে পৌর এলাকার আনন্দপুর দারুল উলুম মাদরাসায় এ কাউন্সিলের আয়োজন কতরা হয়েছে। কাউন্সিলে শাইখুল হাদিস আল্লামা ইউসুফ সাদিক হক্কানী সভাপতি ও শাইখুল হাদিস আলী আজমকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ঢাকাজেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক ও সাভার উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা আশরাফ হোসেন চৌধুরি মাসুদ। কাউন্সিলের বিশেষ তত্ত্বাবধনে ছিলেন সাভার উপজেলা উলামা পরিষদের উপদেষ্টা ও ডেইরি ফার্মাস এসোসিয়েশনের সভাপতি মাকসুদুর রহমান খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাইখুল হাদিস মুহিউদ্দিন রাব্বানী হাফিযাহুল্লাহ, শাইখুল হাদিস আহমদ আলী কাসেমী হাফিযাহুল্লাহ, মাওলানা মুজিবুর রহমান হামিদী হাফিযাহুল্লাহ, মাওলানা আব্দুল্লাহ হাফিযাহুল্লাহ, মাওলানা খালেদ সাইফুল্লাহ আইয়ূবী হাফিযাহুল্লাহ, মুফতি কিফায়াতুল্লাহ আজহারী হাফিযাহুল্লাহসহ উলামা পরিষদের অনন্য অতিথিবৃন্দ।