কানাডায় এলোপাথাড়ি ছুরিকাঘাতে ১০ জনের মৃত্যু
আন্তর্জাতিক ডেস্কঃ
মধ্য কানাডার সাসকাচেয়ান প্রদেশে ছুরিকাঘাতে অন্তত ১০ জন নিহত হয়েছে, আহত হয়েছে আরও ১৫ জন। রোববার প্রদেশটির মোট তেরটি ভিন্ন ভিন্ন জায়গায় এই ছুরিকাঘাতের শিকার আহত ও নিহত ব্যক্তিদের মরদেহ উদ্ধার করে পুলিশ। এর মধ্যে রেড ইন্ডিয়ান আদিবাসী প্রধান এলাকা জেমস স্মিথ ক্রি নেশন রয়েছে।
হামলায় আহত ১৫ জনকে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। কানাডার সাম্প্রতিক ইতিহাসে এমন হত্যাকাণ্ড হয়নি। সন্দেহভাজন দুই ব্যক্তি ডেমিয়েন স্যান্ডারসন ও মাইলস স্যান্ডারসনের খোঁজে দেশজুড়ে চলছে অভিযান। তাদেরকে সশস্ত্র, পলাতক এবং বিপজ্জনক বলে উল্লেখ করা হয়েছে।
তবে হামলার কারণ সম্পর্কে কিছু জানা যায়নি। পুলিশ জানায়, রোববার স্থানীয় সময় সাড়ে পাঁচটার দিকে সাসকাচোয়ান প্রদেশের রাজধানী রেজিনা থেকে পুলিশের কাছে প্রথম জরুরি ফোন কলটি আসে। এরপর সাহায্য চেয়ে একের পর এক ফোন আসতে থাকে। সন্দেহভাজনদের শেষবার রবিবার দুপুরের খাবারের সময় রেজিনাতে দেখা গেছে।
প্রদেশটির বাসিন্দাদের নিরাপদ জায়গায় আশ্রয় নিতে বলা হয়েছে। প্রদেশটির বিশাল এলাকাজুড়ে ব্যাপক অভিযান অব্যাহত রয়েছে।
এদিকে ছুরিকাঘাতের এই হামলার ঘটনাকে ভয়াবহ ও হৃদয়বিদারক উল্লেখ করে সরকার পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। এক টুইট বার্তায় তিনি লিখেছেন, “যারা প্রিয়জনকে হারিয়েছে এবং যারা আহত হয়েছে আমি তাদের কথা ভাবছি।”
“নিরাপদ স্থান ছেড়ে কোথাও যাবেন না। কাউকে বাসায় ঢুকতে দেবার আগে সাবধান হন”, এমন টুইট করেছে সাসকাচোয়ান রয়্যাল কানাডিয়ান মাউন্টেড পুলিশ।
বিভিন্ন জায়গায় তল্লাশিচৌকি স্থাপন করা হয়েছে। পুলিশ ভ্রমণকারীদের পরিচয়পত্র পরীক্ষা করছে। গাড়ির চালকদের অনুরোধ করা হয়েছে অপরিচিত কাউকে গাড়িতে লিফট না দেবার জন্য।
জেমস স্মিথ ক্রি নেশনে জরুরি অবস্থা জারি করা হয়েছে। আদিবাসী সম্প্রদায় প্রধান এলাকাটিতে দুই হাজারের মতো বাসিন্দা রয়েছে।