গাজীপুরে নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার

মোঃ শরিফুল ইসলাম, গাজীপুর সদর প্রতিনিধিঃ

গাজীপুর মহানগরীর কোনাবাড়ি এলাকা থেকে বুলবুলি বেগম (৩৪) নামে এক নারী পোশাক শ্রমিকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কোনাবাড়ি থানাধীন দেউলিয়াবাড়ি থেকে নির্মাণাধীন ভবনের ৩য় তলা থেকে লাশটি উদ্ধার করা হয়। বুলবুলি বেগম নওগাঁর মহাদেবপুর থানার বামনসাত গ্রামের আয়বাবুর মেয়ে। তিনি স্থানীয় অরিয়েন্ট এলিউর লিনজেরী লি. কারখানায় কাজ করতেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, বুলবুলি ও তার স্বামী মাসুদ রানা ভাড়া বাড়িতে থাকতেন। শনিবার সকালে মাসুদ রানা বুলবুলির ছোট বোন আছিয়াকে ফোন দিয়ে জানায়, তোর বোন অসুস্থ বাসায় গিয়ে খোঁজ নিস। বোন আছিয়া বাসায় গিয়ে রুমে তালা লাগানো দেখতে পায়। এরপর আশপাশের লোকজন মিলে রুমের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে দেখে ভিকটিমকে উপুড় হয়ে ফ্লোরে পড়ে রয়েছে। পরে তারা থানায় খবর দিলে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।

গাজীপুর মেট্রোপলিটন কোনাবাড়ি থানার সাব ইন্সপেক্টর (এসআই) সাখাওয়াত ইমতিয়াজ বলেন, খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করা হয়েছে। সুরতহাল রিপোর্ট প্রস্তুত শেষে লাশ ময়না তদন্তের জন্য শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

তিনি আরো বলেন প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভিকটিমকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে । এবিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * গাজীপুর * পোশাক শ্রমিকের মরদেহ