মিখাইল গর্বাচেভের শেষকৃত্য রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে না

 

 

 

আন্তর্জাতিক ডেস্কঃ

সাবেক সোভিয়েত ইউনিয়নের শেষ নেতা মিখাইল গর্বাচেভের শেষকৃত্য রাষ্ট্রীয়ভাবে আয়োজন করা হচ্ছে না। সময়সূচি না মেলায় তাঁর শেষকৃত্য অনুষ্ঠানে উপস্থিত থাকছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও। খবর আল-জাজিরার।

গত মঙ্গলবার ৯১ বছর বয়সে গর্বাচেভ মস্কোর একটি হাসপাতালে মারা যান। শেষকৃত্য শেষে আগামীকাল শনিবার তাঁকে মস্কোর নভোদেভিচি সমাধিক্ষেত্রে সমাহিত করা হবে।

গর্বাচেভের শেষকৃত্য আয়োজনকে রাষ্ট্রীয় বলা থেকে বিরত রয়েছে ক্রেমলিন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ বলছেন, শেষকৃত্যে গার্ড অব অনারের মতো কিছু রাষ্ট্রীয় বিষয় থাকছে এবং এটি আয়োজনে সরকার সহযোগিতা করবে। তবে কীভাবে এটি পুরোপুরি রাষ্ট্রীয় শেষকৃত্য থেকে আলাদা সে বিষয় তিনি বিস্তারিত বলেননি।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * মিখাইল গর্বাচেভ * শেষকৃত্য
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ