সারিয়াকান্দিতে বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

 

পলাশ মন্ডল

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ার সারিয়াকান্দিতে উপজেলা ও পৌর বিএনপি’র উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও কেক কর্তন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে পৌর বিএনপি নেতা পিন্টুর বাড়ি চত্বরে উক্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।উপজেলা বিএনপি’র আহ্বায়ক নুরুল ইসলাম বাদশার সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক সাদেক মোহাম্মদ আজিজ লাবলুর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, পৌর বিএনপি’র আহ্বায়ক মতিউর রহমান মতি, যুগ্ম আহ্বায়ক সিরাজুল ইসলাম ফুল, বিএনপি নেতা আমিরুল মোমিন পিন্টু, সাহজাত হোসেন পল্টন, আকতারুজ্জামান বুলবুল, ইকবাল কবির পলাশ, উপজেলা জাসাসের সভাপতি আব্দুর রাজ্জাক রাজু, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিলন, বিএনপি নেতা মাহবুবুর রহমান, এম আর ইসলাম রফিক, শরিফুল ইসলাম হিরা, ছাত্রদল নেতা তরিকুল ইসলাম রাঙ্গা প্রমুখ। আলোচনা সভা শেষে প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটা হয়। এ সময় উপজেলা ও পৌর বিএনপির সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * প্রতিষ্ঠা * বার্ষিকী * বিএনপি
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ