জীবননগরে খোলা বাজারে চাল বিক্রির শুরু 

 

 

মুতাছিন বিল্লাহ, জীবননগর(চুয়াডাঙ্গা) প্রতিনিধিঃ

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার খোলা বাজারে ৩০ টাকা দরে ওএমএস কর্মসূচির মাধ্যমে চাল বিক্রি শুরু হয়েছে। আজ(০১ সেপ্টেম্বর) বৃহস্পতিবার সকালে এ কর্মসূচির শুভ উদ্বোধন করেন জীবননগর উপজেলা পরিষদের চেয়ারম্যান হাজী হাফিজুর রহমান।

এ সময় জীবননগর নির্বাহী কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, জীবননগর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু মো.আব্দুল লতিফ অমল, জীবননগর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম,

জীবননগর খাদ্য নিয়ন্ত্রক ওবায়দুর রহমান, ডিলার জাহিদুল ইসলামসহ খাদ্য বিভাগের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

দীর্ঘ দিন ধরে চালের ঊর্ধ্বগতির বাজারে নিন্ম আয়ের মানুষকে মূল সহায়তা প্রদান করতে সরকার খোলা বাজারে ওএমএস ডিলারদের মাধ্যমে ভোক্তাদের মাঝে ৩০ টাকা কেজি দরে চাল বিক্রির সিদ্ধান্ত গ্রহণ করেন। তারাই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে জীবননগর উপজেলা নারায়ণপুর মোড়ে জাহিদুলের চাউলের দোকানে ,হাসপাতাল সড়কে মহিমা ক্লিনিকের পাশে শরিফুলের চাউলের দোকান এবং জীবননগর পোস্ট অফিসের পাশে মিলনের দোকানে শুক্রবার ও শনিবার ছাড়া সপ্তাহে ৫ দিন ৩০ টাকা কেজি দরে মাথা প্রতি ৫ কেজি চাল বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে।

জীবননগর খাদ্য বিভাগের কর্মকর্তারা জানান, এখন থেকে আগামী ৩মাস খোলা বাজারে সাধারণ মানুষ ৩০ টাকা কেজি দরে ৫ কেজি করে চাল কিনতে পারবে। টিসিবির ফ্যামিলি কার্ড থাকলে ১৫ দিনের ব্যবধানে চাল কেনা যাবে। শুক্র ও শনিবার সরকারি ছুটি ব্যতিত প্রতিদিন সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চাল কেনা যাবে। এই চাল বিক্রির জন্য জীবননগর উপজেলায় তিনজন ডিলার রয়েছেন।

এদিকে এ কার্যক্রম শুরু হওয়ার খবরে দ্রব্যমুল্যে উর্দ্ধগতির বাজারে খোলাবাজারে চাল কিনতে পেরে খুশি সুবিধাভোগীরা। কম দামে চাল কিনতে ভোক্তা সাধারনের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা গেছে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * খোলা বাজার * জীবননগর
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ