বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদান

মোঃ ইয়াছিন আরাফাত
চুয়াডাঙ্গা প্রতিনিধিঃ
চুয়াডাঙ্গা জেলার দামুড়হুদায় বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সনদ ও পরিচয়পত্র প্রদান করা হয়েছে।
১ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে দামুড়হুদা উপজেলা অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন ও উপজেলা মুক্তি যোদ্ধা কমান্ড আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে চুয়াডাঙ্গা-২ আসানের সংসদ সদস্য হাজি আলী আজগার টগর প্রধান অতিথি থেকে বীর মুক্তিযোদ্ধাদের হাতে এ ডিজিটাল সনদ ও পরিচয়পত্র তুলে দেন। এ সময় তিনি আ.লীগ সরকারের আমলে দেশের উন্নয়নের কথা তুলে ধরে বলেন, ডিজিটাল সনদ ও পরিচয়পত্র যাতে কেউ জাল করতে না পারে, সে জন্য সর্বোচ্চ নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। ডিজিটাল সনদে ১৪ ধরনের এবং পরিচয়পত্রে ১২ ধরনের নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। গুগলে গিয়ে ‘ফ্রিডম ফাইটার ভেরিফায়ার’ অ্যাপের মাধ্যমে এই সনদ ও পরিচয়পত্রে ইউনিক নম্বর আপ করলে প্রথমেই ৩০ সেকেন্ডে বঙ্গবন্ধুর ভাষণ ও জাতীয় সংগীত শোনা যাবে। এতে আরও রয়েছে থ্রিডি লোগো, দুটি করে কিউআর কোড, বঙ্গবন্ধু ও জাতীয় ফুল শাপলার অ্যাম্বুশ করা শ্যাডো, বীর মুক্তিযোদ্ধার পৃথক তথ্যকণিকা, ইস্যুকারী মন্ত্রী ও সচিবের স্বাক্ষর, ওয়াটার মার্ক, জয় বাংলা ও জয় বঙ্গবন্ধুসহ নানা ধরনের নির্ধারিত আল্টামার্ক। যার অনেক কিছু খালি চোখে দেখা যাবে না।
দামুড়হুদা উপজেলে নির্বাহী অফিসার সানজিদা বেগমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলী মুনছুর বাবু। এসময় উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) সুদীপ্ত কুমার সিংহ, সিপিবি নেতা বীর মুক্তিযোদ্ধা সৈয়দ মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা রুস্তম আলী, দামুড়হুদা সদর ইউপি চেয়ারম্যান হযরত আলী, কুড়ুলগাছি ইউপি চেয়ারম্যান কামাল উদ্দীন সহ উপজেলা পরিষদ ও প্রশাসনের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ডিজিটাল * মুক্তিযোদ্ধা * সনদ
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ