সালথায় সড়ক দূর্ঘটনায় যুবক নিহত

বিধান মন্ডল
ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় নসিমন উল্টে বিপুল মাতুব্বর (৩২) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) দুপুর পৌনে ২টার দিকে উপজেলার ভাওয়াল ইউনিয়নের মোল্লার মোড়ে এ ঘটনা ঘটে। নিহত বিপুল মাতুব্বর নগরকান্দা উপজেলার কান্দি গ্রামের কবির মাতুব্বরের ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, বিপুল  সেভেআপ কোম্পানিতে সেলসম্যান হিসেবে কর্মরত ছিলেন। আজ নগরকান্দা থেকে সালথা আসার পথে ভাওয়াল ইউনিয়নের মোল্লার মোড় মাজেদ মোল্লার বাড়ির সামনে নসিমন ঘুরাতে গিয়ে নসিমন উল্টে যেয়ে ইটের গাদায় চাপা পরে ঘটনা স্থলেই বিপুলের মৃত্যু হয়।
লাশ উদ্ধারকারী কর্মকর্তা এস আই, পরিমল বিশ্বাস বলেন, নসিমনের নিয়ন্ত্রণ হারিয়ে ইটের আঘাতে বিপুলের মৃত্যু হয়। বিপুলের পরিবারের অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে তার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দূর্ঘটনা * নিহত * যুবক * সড়ক