শিক্ষকের বিরুদ্ধে শ্রেণিকক্ষে ছাত্রীকে ইভটিজিং করার অভিযোগ – তদন্ত কমিটি গঠিত

 

 

 

নেত্রকোনা প্রতিনিধিঃ

 

নেত্রকোনা মদনের ঐতিহ্যবাহী জাহাঙ্গীর পুর তহুরা আমিন সরকারি উচ্চ বিদ‍্যালয়ের ইংরেজি শিক্ষক নুরুল আমীন আজাদের বিরুদ্ধে মঙ্গলবার ইভটিজিং এর লিখিত অভিযোগ করেছে এক ছাত্রী অভিভাবক।

লিখিত অভিযোগ ও বিদ্যালয় সূত্রে জানা গেছে, সোমবার  বিদ্যালয়ের ইংরেজি শিক্ষক নূরুল আমীন আজাদ ইংরেজী পাঠদান দিতে নবম শ্রেণি কক্ষে যান। শিক্ষার্থীদের কাছে ইংরেজি বই না পেয়ে ক্ষিপ্ত হন তিনি। বই না থাকার শাস্তি হিসেবে একজন শিক্ষার্থী অপর শিক্ষার্থীর পিঠে থাপ্পর দেওয়ার আদেশ দেন। শিক্ষকের আদেশ পেয়ে ছেলে ও মেয়ে শিক্ষার্থীরা একে ওপরের পিঠে থাপ্পর দেয়। কিন্তু এক ছাত্রীকে শিক্ষক নিজে হাত থাপ্পর দেওয়ায় শ্রেনিকক্ষে চিৎকার চেচামেছি শুরু করে শিক্ষার্থীরা। এতে ছাত্রীটি লজ্জায় শ্রেনকক্ষে কান্নায় ভেঙ্গে পড়ে। পরে বাড়িতে গিয়ে বিষয়টি তার অভিভাবকে জানায়।

বিদ‍্যালয়ের শিক্ষার্থীরা জানান, স্যার প্রায় সময়েই ছাত্রীদের সাথে স্যারের এমন আচরণ করে।

অভিযুক্ত শিক্ষক নূরুল আমীন আজাদ বলেন, ইংরেজি বই না থাকায় আমি তাদের শাস্তি হিসেবে একে অপরকে থাপ্পর দিতে বলেছি। আমি ভালবেসে আদর করে ছাত্রীর শরীরে হাত দিয়েছি। এখন ছাত্রীরা বিষয়টি ভিন্ন ভাবে নিয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) আব্দুর রউফ বলেন, বিষয়টি খুবই লজ্জা জনক। বিদ্যালয়ের শিক্ষার্থীরা সকালে থেকে আন্দোলন করতে চাইছে। কিন্তু তাদেরকে বুঝিয়ে থামিয়ে রাখছি। ইউএনও স্যার বিদ্যালয় পরিদর্শন করেছে। বিষয়টি স্যার ব্যবস্থা নিবেন।

বিদ্যালয়ের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এ কে এম লুৎফর রহমান বলেন, অভিযোগটি পেয়ে আমি তাৎক্ষণিক বিদ্যালয়ে যাই। নবম শ্রেনির ১০জন শিক্ষার্থীর বক্তব্য শুনেছি। প্রাথমিক ভাবে ঘটনার সত্যতা পাওয়া গেছে। অভিযুক্ত শিক্ষককে পাঠদান থেকে বিরত রাখার নির্দেশ দিয়েছি। এবং একটি তদন্ত কমিটি গঠন করেছি।তদন্ত কমিটির প্রতিবেদন পাওয়ার পর এব্যাপারে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * ছাত্রীকে ইভটিজিং * মদন
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ