বেশি দামে সার বিক্রি করায় মহেশপুরে ৩টি প্রতিষ্ঠানে জরিমানা
জিয়াউর রহমান জিয়া
ঝিনাইদহ সংবাদদাতাঃ
মহেশপুরে বেশি দামে সার বিক্রয় ও অবৈধভাবে সার মজুদের দায়ে ৩টি প্রতিষ্ঠানকে ৬৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিদপ্তর সংরক্ষণ।
আজ সকালে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঝিনাইদহ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ জিয়াউল হকের নেতৃত্ব উপজেলার সস্তার বাজার ও বাকোসপোতা বাজারে অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকার নির্ধারিত মূল্যের অধিক মূল্যে সার বিক্রয়ের অপরাধে আহাদ ট্রেডার্স কে ৫হাজার টাকা ও অবৈধভাবে গুদামে সার মজুদ ও বেশি দামে বিক্রির দায়ে মেসার্স রনি এন্টারপ্রাইজ কে ৩০হাজার টাকা এবং একই অপরাধে মেসার্স তরফদার ট্রেডার্স কে ৩০হাজার টাকাসহ মোট ৬৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া ভোক্তাদের সচেতনতামূলক লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।