বহুতল ভবন বা স্থাপনা নির্মাণে সাবধান হোন
আবু হাসনাত তুহিন
উঁচুতল ভবন বা স্থাপনা থেকে ভারী পদার্থ বা যন্ত্রাংশ পড়ে পথচারী গুরুতর আহত বা নিহত হওয়ার ঘটনা প্রতিনিয়ত ঘটেই চলছে। বিশেষ করে ব্যস্ততম নগরীগুলোতে বছরের প্রায় সময়ই উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে নির্মাণাধীন থাকে বিভিন্ন ধরনের ভবন বা স্থাপনা।
এই ধরনের ভবন বা স্থাপনাগুলোর কাজ পর্যাপ্ত নিরাপত্তা বেষ্টনী তৈরি না করেই চলছে। যার ফলে নগরীর পথচারীদের জীবন ও নিরাপত্তা নিয়ে আশংকা দেখা দিচ্ছে। বিশেষ করে প্রজেক্টপ্রাপ্ত প্রতিষ্ঠান ও নির্মাণ শ্রমিকদের অবহেলা ও অসাবধানতার দরুণ বিপন্ন হচ্ছে পথচারীদের জীবন। যার ফলশ্রুতিতে আমাদের চোখের সামনে ভাসমান চলমান বিভিন্ন ধরনের ট্রাজেডি। সকলের চোখ এড়ায়নি উত্তরায় গার্ডার পড়ে দুই শিশুসহ ৪ জনের মৃত্যুর ঘটনাও। এছাড়াও রাজধানী ঢাকাসহ বিভিন্ন নগরীর উঁচুতল ভবন বা স্থাপনা থেকে রড, ইট, পাথর, শাবল, হাতুড়ি ইত্যাদি পড়ে আহত ও মৃত্যুর ঘটনা প্রতিদিন ঘটছে। এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা মার্ডারের সমতুল্য। আমরা চাই না এমন ঘটনা পথচারীদের সাথে ঘটুক।
পথচারীদের জীবনের নিরাপত্তা নিশ্চিত করতে নির্মাণ কর্তৃপক্ষ যথাযথ নিরাপত্তা বেষ্টনী তৈরি করে শ্রমিকদেরকে সাবধানতার সহিত কাজ করার নির্দেশ দিবেন। কাজ শেষে নির্মাণ শ্রমিকেরা ঝুকিপূর্ণ এমন সব বস্তু যেমন- ইট, পাথর, রড, বাঁশ, হাতুড়ি, শাবল ইত্যাদি নিরাপদ স্থানে গুছিয়ে রাখবেন। সেই সাথে পথচারীদের এমন সব স্থাপনা হতে নিরাপদ দূরত্ব বজায় রেখে চলতে হবে। তবেই রক্ষা পাবে পথচারীদের জীবন।
শিক্ষার্থীঃ আইন ও ভূমি প্রশাসন
পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়