দেশে ফিরলেন ভারতে আটকে পড়া ৮৮ বাংলাদেশি জেলে

 

শহীদুজ্জামান শিমুল, সাতক্ষীরা :

বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) উদ্যোগে ভারতে আটকে পড়া দুটি ফিশিং ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলেকে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

সোমবার (২৯ আগস্ট) সন্ধায় সাতক্ষীরাস্থ (১৭ বিজিবি) নীলডুমুর ব্যাটালিয়নের অপারেশনাল দায়িত্বে থাকা রিভারাইন বর্ডার গার্ড কোম্পানির অধীনে অবস্থিত বাংলাদেশ-ভারত সীমান্তের কালিন্দী নদীর মধ্যবর্তী স্থানে  বাংলাদেশি জেলেদের হস্তান্তর করা হয়।

বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, ‘বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশনা এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক তৎপরতায় বিজিবি খুব দ্রুত সংশ্লিষ্ট বিএসএফ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পেরেছে। কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে আটক ৮৮ জন বাংলাদেশি জেলেকে মাতৃভূমি বাংলাদেশে দ্রুত প্রত্যাবাসনের ব্যবস্থা করা হয়েছে। বিজিবির ব্যবস্থাপনায় প্রত্যাবাসন করা ৮৮ জন বাংলাদেশি জেলেদের জন্য খাবার এবং অন্যান্য প্রশাসনিক সহায়তার ব্যবস্থা করা হয়।

প্রসঙ্গত : চলতি বছরের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝিতে ঘন কুয়াশার কারণে অসাবধানতাবশত ফিশিং ট্রলারসহ ৮৮ জন বাংলাদেশি জেলে বঙ্গোপসাগরের ভারতীয় জলসীমায় প্রবেশ করে। ওই সময় ভারতীয় কোস্টগার্ড তাদের আটক করে কলকাতার বারুইপুর কেন্দ্রীয় সংশোধনাগারে পাঠানো হয়।

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন

বিষয়: * দেশে ফিরলেন * বাংলাদেশি জেলে * ভারতে আটক
লাইভ রেডিও
সর্বশেষ সংবাদ