জাতীয় পার্টি ময়মনসিংহ উপজেলার বর্ধিত সভা অনুষ্ঠিত

রাশিদ আহমেদ নিসর্গ
ময়মনসিংহ প্রতিনিধিঃ
জাতীয় পার্টি ময়মনসিংহ সদর উপজেলা শাখার কার্যনির্বাহী কমিটির বর্ধিত সভা নগরীর টাউন হলের ইতিকথা কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়েছে ।
২৯ আগষ্ট সোমবার সকালে আয়োজিত বর্ধিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন মহানগর জাতীয় পার্টির সভাপতি ও কেন্দ্রীয় জাতীয় পার্টির ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আহমেদ ।
এছারাও বক্তব্য রাখেন জেলা জাতীয় পার্টির ভারপ্রাপ্ত সভাপতি ডাক্তার কে.আর ইসলাম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, মহানগর জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আব্দুল আওয়াল সেলিম, পরাণগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ও সদর উপজেলার দপ্তর সম্পাদক আবু হানিফ সরকার, সদর উপজেলার যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল লতিফ সরকার, সদর উপজেলা জাতীয় পার্টির সহ সভাপতি , সহ সভাপতি শরিফুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক গিয়াস উদ্দিন দুলাল, এবং বিভিন্ন ইউনিয়নের সভাপতিদের মধ্যে মকবুল হোসেন, জামাল উদ্দিন মেম্বার, মঞ্জুরুল হক মঞ্জু, বাবুল হোসেন, সাইফুল ইসলাম খোকন , ডাক্তার হাবিবুর রহমান , রেখা রাণী পাল প্রমূখ ।
অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন সদর উপজেলার সিনিয়র সহ সভাপতি মেজবাহ উদ্দিন মন্ডল ।