বরগুনা জেলায় আওয়ামীলীগের মনোনয়ন প্রার্থী ৫

আরিফুল ইসলাম মুরাদ
বরগুনা প্রতিনিধিঃ
সদ্য ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ১৭ অক্টোবর ৬১ টা জেলায় নির্বাচন ন্যায় বরগুনায় ও জেলা পরিষদের ভোট গ্রহন অনুষ্ঠিত হবে। এরই মধ্যে বরগুনা জেলা পরিষদের চেয়ারম্যান হতে আগ্রহী ৫ জন প্রার্থী আওয়ামীলীগের কেন্দ্রে যোগাযোগ শুরু করেছেন।
তবে অন্য দলের কারো নাম শোনা যাচ্ছেনা এখনো। যদিও জেলা পরিষদে দলীয় মনোনয়ন ঠিক করবেন দলের সভানেত্রী শেখ হাসিনা। বরগুনায় আগ্রহীদের মধ্যে রয়েছেন আলহাজ মোঃ জাহাঙ্গির কবির সাধারন সম্পাদক বরগুনা জেলা আওয়ামীলীগ , আব্বাস হোসেন মন্টু মোল্লা যুগ্ম সাধারন সম্প্দাক বরগুনা জেলা আওয়ামীলীগ ও সাবেক উপজেলা চেয়ারম্যান, এ্যাডভোকেট মোঃ শাহজাহান সাবেক পৌর মেয়র,মোতালেব মৃর্ধা যুগ্ম সাধারন সম্পাদক বরগুনা জেলা আওয়ামীলীগ ও পাথরঘাটা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এ্যাডঃ জাবির হোসেন।
দলীয় একটি সুত্র জানিয়েছে, আগামী সংসদ নির্বাচনের আগে যেসকল নির্বাচন অনুষ্ঠিত হবে সেসব নির্বাচনে দলে অনুপ্রবেশকারীদের সরকারের গুরুত্বপুর্ণ আসনে বসানো থেকে বিরত থাকবেন আওয়ামীলীদের সভানেত্রী শেখ হাসিনা। ঘোষিত তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৫ সেপ্টেম্বর, মনোনয়ন বাছাইয়ের তারিখ ১৮ সেপ্টেম্বর, বাছাইয়ের বিরুদ্ধে আপিল করা যাবে ১৯ থেকে ২১ সেপ্টেম্বর, আপিল নিস্পত্তি ২২ থেকে ২৪ সেপ্টম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ২৫ সেপ্টেম্বর, প্রতীক বরাদ্দ ২৬ সেপ্টেম্বর এবং ১৭ অক্টোবর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নির্বাচনের ভোট গ্রহন করা হবে। এ নির্বাচনে রিটার্নিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন জেলা প্রশাসক।