ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ উদ্বিদ বিজ্ঞান বিভাগের আয়োজনে স্মরণানুষ্ঠান অনুষ্ঠান
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিনিধি:-
প্রয়াত প্রফেসর সুনীল কুমার ভদ্র, প্রফেসর মোস্তফা গোলাম সারোয়ার, প্রফেসর আব্দুল রব, প্রফেসর ড. সুজন কুমার সরকার এর স্মরণে ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ উদ্বিদ বিজ্ঞান বিভাগের আয়োজনে ২ জুলাই শনিবার সকালে কলেজের শিক্ষা পরিষদ মিলনায়তনে অনূষ্ঠিত হয়েছে ।
স্মরণানুষ্ঠান প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ আনন্দ মোহন কলেজ এর অধ্যক্ষ প্রফেসর মো. আমান উল্লাহ ।
এছাড়াও স্মরণানুষ্ঠানে বিশেষ বক্তব্য রাখেন আনন্দমোহন কলেজের উপাধ্যক্ষ বাংলাদেশ সরকারের সাবেক সচিব সুবীর কিশোর চৌধুরী, আনন্দমোহন কলেজের প্রফেসর জিচেন্দ্র নাথ রায়, প্রফেসর নারায়ণ চন্দ্র ভৌমিক, প্রফেসর মানিক লাল সাহা, প্রফেসর মোহাম্মদ শাকির হোসেন প্রমূখ ।
অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন প্রফেসর মোহাম্মদ শামসুজ্জামান এবং অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন সহকারী অধ্যাপক রিপন কুমার সাহা ও সহকারী অধ্যাপক তপতী চক্রবর্তী ।