বোস্টনে স্টেডিয়ামের খোলা মাঠে বিশাল ঈদ জামাতের প্রস্তুতি
আন্তর্জাতিক ডেস্কঃ
যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের বোস্টনে ধর্মপ্রাণ প্রবাসী বাংলাদেশিদের প্রচেষ্টায় এবার খোলা মাঠে বিশাল ঈদ জামাত অনুষ্ঠিত হবে। ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) আগামী সোমবার (২ মে) ঈদুল ফিতরের জামাতের ঘোষণা দিয়েছে। বোস্টনের পার্শ্ববর্তী মেডফোর্ডের হোরমেল স্টেডিয়াম (৯০ লোকাস স্ট্রিট)-এ জামাত অনুষ্ঠিত হবে।
বোস্টনে গত তিন বছর ধরে দেশীয় আমেজে ঈদের জামাতের আয়োজন করে আসছে আইসিসিএম। কিন্তু এবারই প্রথম স্টেডিয়ামের খোলা মাঠে সর্ববৃহৎ ঈদ জামাত অনুষ্ঠিত হবে। এই জামাতে অংশ নিতে ম্যাসাচুসেটসের প্রবাসী বাংলাদেশিদের বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন আইসিসিএম কর্মকর্তারা।
ইসলামিক কালচারাল সেন্টার অব মেডফোর্ড (আইসিসিএম) ২০১৮ সালের নভেম্বরের শেষ সপ্তাহে ১ দশমিক ৬ মিলিয়ন ডলার মূল্যে ফিউনারেল হোমসহ একটি মসজিদের জমি কেনে। বাংলাদেশিদের পরিচালিত ওই মসজিদ ও ফিউনারেল হোম স্থানীয় সব দেশীয় মুসলমানদের প্রতিদিনের নামাজ, জুমার নামাজ, ঈদের জামাত, ধর্মীয় শিক্ষাসহ সব ধরনের ধর্মীয় চাহিদা মেটাতে সক্ষম হয়েছে বলে জানিয়েছেন আইসিসিএম কর্মকর্তারা।