আমিনুর রহমান সুলতান ও আনজীর লিটনকে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের সংবর্ধনা
রাশিদ আহমেদ নিসর্গ, ময়মনসিংহ প্রতিদিন :-
বাংলা একাডেমি পুরস্কার প্রাপ্ত ময়মনসিংহের দুজন কৃতি সন্তান ফোকলোরবিদ আমিনুর রহমান সুলতান ও ছড়াকার আনজীর লিটনকে সংবর্ধনা প্রদান করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন । ৩১ শে মার্চ বৃহস্পতিবার সন্ধ্যায় মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ময়মনসিংহ নগরীর জয়নুল উদ্যান বৈশাখী মঞ্চে এ সংবর্ধনা প্রদান করা হয়।
সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের মেয়র মোঃ ইকরামুল হক টিটু অনলাইনে সংযুক্ত হয়ে বলেন, ময়মনসিংহের রয়েছে সমৃদ্ধ ইতিহাস ও ঐতিহ্য। আমরা এ ঐতিহ্যকে আরও সমৃদ্ধ করতে চাই। তারই প্রেক্ষাপটে এই বইমেলা ও সংবর্ধনা আয়োজন।
অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ ইউসুফ আলী, বাংলা একাডেমি ও একুশে পদকপ্রাপ্ত সাহিত্যিক হরিশংকর জলদাস, সিটি কর্পোরেশন সচিব রাজীব কুমার সরকার, বাংলাদেশ পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতি ময়মনসিংহের সভাপতি আব্দুর রব মোশারফ প্রমুখ বক্তব্য রাখেন । সংবর্ধনা শেষে ময়মনসিংহ সিটি কর্পোরেশনের আয়োজিত সাত দিনব্যাপী বইমেলা সমাপনী ঘোষণা দিয়ে মেলায় সর্বোচ্চ বিক্রেতা ব্যক্তির হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ l অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন আবৃত্তিকার আমজাদ দোলন ও আফরিন লামিয়া ।